Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আজ আইপিএল নিলামে এগিয়ে স্টোকস ও অশ্বিন

এ বারের আইপিএল নিলামে যে ৫৭৮ জন ক্রিকেটার রয়েছেন, তার মধ্যে ৩৬১ জনই ভারতীয়। এদের মধ্যে ১৬ জন ক্রিকেটারকে বলা হচ্ছে ‘মার্কি খেলোয়াড়’।

নজর যাদের দিকে।

নজর যাদের দিকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ০১:৩৪
Share: Save:

নয় বছর অতিক্রম করে দশ বছরে পা দিয়েছে আইপিএল। শনিবার থেকে দু’দিন তার-ই নিলাম অনুষ্ঠিত হতে চলেছে উদ্যান শহর বেঙ্গালুরুতে। যেখানে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে চাহিদার শীর্ষে দুই ক্রিকেটার। প্রথম জন হলেন বেন স্টোকস এবং দ্বিতীয় জন রবিচন্দ্রন অশ্বিন।

এ বারের আইপিএল নিলামে যে ৫৭৮ জন ক্রিকেটার রয়েছেন, তার মধ্যে ৩৬১ জনই ভারতীয়। এদের মধ্যে ১৬ জন ক্রিকেটারকে বলা হচ্ছে ‘মার্কি খেলোয়াড়’। যাদের ‘বেস প্রাইজ’ ২ কোটি। যে দলে রয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন, বেন স্টোকস-রা।

তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অশ্বিন ছাড়াও অজিঙ্ক রাহানে রয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি-দের নজরে। এ ছাড়াও সাম্প্রতিক কয়েকটি সিরিজে সাড়া ফেলে দেওয়া দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহাল রয়েছেন আইপিএল-এর বিভিন্ন টিম মালিকদের নজরে।

সূত্রের খবর, অলরাউন্ডার কেদার যাদবকে ধরে রাখতে পারে রয়্যাল চ্যালে়ঞ্জার্স বাঙ্গালোর। চেন্নাই সুপার কিংগস বরং অশ্বিনের বদলে মিচেল স্টার্কের প্রতিই বেশি আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে গত মরসুমে আইপিএল-এ ভাল পারফর্ম করা জয়দেব উনাদকাটকে নিয়েও আগ্রহ রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দলের। অন্য দিকে, অশ্বিনকে পাওয়ার জন্য কোমর বাঁধছে দিল্লি ডেয়ারডেভিলস। সঙ্গে গৌতমও গম্ভীরও নজরে রয়েছেন তাদের। অবশ্য এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ‘রাইট টু ম্যাচ’ থিওরি কাজে লাগিয়ে গম্ভীরকে ধরে রাখে কি না সেটাও দেখার। যদিও সূত্রের খবর, কলকাতা বরং ধরে রাখতে আগ্রহী অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রিস লিনকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE