প্রজ্ঞান ওঝার বিকল্প তৈরি রাখছে বাংলা। সেই জন্যই গুজরাতে প্রস্তুতি ম্যাচে দু’জন বাঁহাতি স্পিনার অরিত্র চট্টোপাধ্যায় ও প্রদীপ্ত প্রামানিককে নিয়ে যাওয়া হচ্ছে। দু’জনকেই তৈরি রাখতে চায় বাংলা। শেষ পর্যন্ত যদি ওঝা না আসে, তা হলে।
কিন্তু ওঝার জন্য আর কত দিন অপেক্ষা করা হবে? সিএবি সূত্রের খবর চলতি মাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে তাঁর জন্য। এর মধ্যেও যদি তিনি না আসেন বা যোগাযোগ না করেন, তা হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সিএবি সূত্রের খবর বোর্ড থেকে নাকি আগেই চিঠি এসেছিল, ওঝার বিষয়টি নিষ্পত্তি করার জন্য। এই চিঠি পাওয়ার পরেই সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ওঝাকে সবুজ সঙ্কেত দেওয়া হবে না।
বাংলা দলের ম্যানেজার জয়দীপ মুখোপাধ্যায় এ দিন সাফ জানিয়ে দেন, ‘‘যে কোনও যোগাযোগই করেনি, যার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাতে সাড়া দেয়নি। তাকে নিয়ে আর কীই বা আশা করা যাবে?’’ রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম ম্যাচ ৬ অক্টোবর। তার আগের সপ্তাহে দলের সঙ্গে যোগ দিলেও কি ওঝাকে খেলানো হবে? সম্ভবত না। কারণ, বাংলা দলের সঙ্গে তিনি প্র্যাকটিস করেননি। এমনকী হায়দরাবাদেও প্র্যাকটিস করছেন বলে খবর নেই।