Advertisement
২৪ এপ্রিল ২০২৪

হার মানলেন বঙ্গযোদ্ধারা

‘জোন এ’ ও ‘জোন বি’ থেকে ইতিমধ্যেই প্লে অফে চলে গিয়েছে দাবাং দিল্লি ও বেঙ্গল ওয়ারিয়র্স। কিন্তু তা সত্ত্বেও এ দিন হাড্ডাহাড্ডি লড়াই হল এই দুই দলের ম্যাচে। পিছিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দু’বার সমতা ফিরিয়েছিলেন বঙ্গযোদ্ধারা।

পরাস্ত: রবিবার দাবাং দিল্লির কাছে লড়াই করেও হার বেঙ্গল ওয়ারিয়র্সের। ছবি: সুদীপ্ত ভৌমিক

পরাস্ত: রবিবার দাবাং দিল্লির কাছে লড়াই করেও হার বেঙ্গল ওয়ারিয়র্সের। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ০৪:২৭
Share: Save:

পর পর দুই ম্যাচে জেতার পরে তৃতীয় ম্যাচে হারের মুখ দেখল প্রো-কবাডি লিগে বাংলার দল ‘বেঙ্গল ওয়ারিয়র্স’। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জগদীশ কুম্বলের দল হারল দাবাং দিল্লির কাছে। ম্যাচের ফল দিল্লির দলটির পক্ষে ৩৭-৩১।

‘জোন এ’ ও ‘জোন বি’ থেকে ইতিমধ্যেই প্লে অফে চলে গিয়েছে দাবাং দিল্লি ও বেঙ্গল ওয়ারিয়র্স। কিন্তু তা সত্ত্বেও এ দিন হাড্ডাহাড্ডি লড়াই হল এই দুই দলের ম্যাচে। পিছিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দু’বার সমতা ফিরিয়েছিলেন বঙ্গযোদ্ধারা। কিন্তু শেষ মুহূর্তে দিল্লির মিরাজ শেখের ‘সুপার রেইড’ জয়ের রাস্তা থেকে ছিটকে দেয় বেঙ্গল ওয়ারিয়র্সকে।

তবে ম্যাচের শুরুটা ভালই করেছিল বেঙ্গল ওয়ারিয়র্স। মনিন্দর সিংহের সুপার রেইড ৩-০ এগিয়ে দিয়েছিল বাংলার দলটিকে। কিন্তু এর পরেই প্রবল ভাবে ম্যাচে ফেরে দাবাং দিল্লি। প্রথমার্ধেই তারা এগিয়ে গিয়েছিল ২০-১৪। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই মনিন্দরের আক্রমণে ম্যাচের ফল হয়ে গিয়েছিল ২২-২২। তার পরে ২৪-২৩ ফলে এগিয়েও গিয়েছিলেন বঙ্গযোদ্ধারা। কিন্তু এর পরেই ম্যাচে ফেরে দিল্লি। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ফল ছিল ৩১-৩১। শেষ পর্যন্ত নাটকীয় ম্যাচে দিল্লিকে জয় এনে দেয় মিরাজের আক্রমণ। ১৯বার আক্রমণে গিয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করে ম্যাচের নায়ক মিরাজ। অন্য দিকে, সমসংখ্যকবার আক্রমণে গিয়ে ৯ পয়েন্ট আনেন বঙ্গযোদ্ধাদের নির্ভরযোগ্য সদস্য মনিন্দর সিংহ। কিন্তু তার পরেও ম্যাচ হারতে হওয়ায় কার্যত হতাশ বেঙ্গল ওয়ারিয়র্স শিবির। দলের কোচ জগদীশ কুম্বলে বলছেন, ‘‘কলকাতায় এসে পর পর দুই ম্যাচে জয় পাওয়ায় দলে কিছুটা আত্মতুষ্টি এসেছিল। তা ছাড়া, শেষ মুহূর্তের কিছু ভুল আমাদের হাত থেকে জয় ছিনিয়ে নিয়ে গেল। তবে এখনও তিনটে ম্যাচ বাকি রয়েছে। আমরা সে ম্যাচগুলোতে জেতার জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

এ দিনের ম্যাচের পরে ১৯ ম্যাচে বঙ্গযোদ্ধাদের পয়েন্ট দাঁড়াল ৫৯। অন্য দিকে, ‘জোন এ’-তে ২২ ম্যাচে দাবাং দিল্লির পয়েন্ট ৬৮। সোমবার প্রো-কবাডি লিগে কোনও ম্যাচ নেই। মঙ্গলবার রাতে বঙ্গযোদ্ধাদের পরবর্তী প্রতিপক্ষ তেলুগু টাইটান্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE