Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ অক্টোবর ২০২১ ই-পেপার

দলে থাকা নিয়ে ভাবছেন না ভুবি

নিজস্ব প্রতিবেদন
০৮ মার্চ ২০১৯ ০৩:৫৫
সতর্ক: আইপিএলে ছন্দ ধরে রাখতে চান ভুবনেশ্বর। পিটিআই

সতর্ক: আইপিএলে ছন্দ ধরে রাখতে চান ভুবনেশ্বর। পিটিআই

সাদা বলের ক্রিকেটে মহম্মদ শামির উত্থানের পরে এখন ভারতের ওয়ান ডে দলের প্রথম এগারোয় তাঁর থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, ২০১৫ সালের বিশ্বকাপে যে ভাবে ভুবনেশ্বরকে প্রথম এগারোর বাইরে রেখে বেশির ভাগ ম্যাচে খেলতে নেমেছিল ভারত, এ বারও সে রকম না হয়।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ভুবনেশ্বরের কাছে প্রশ্ন করা হয়েছিল, এই ভাবে এক বার দলের বাইরে চলে গিয়ে ফিরে আসা কতটা কঠিন? ভুবনেশ্বর বলেন, ‘‘কে সুযোগ পাচ্ছে, আর কে পাচ্ছে না, তা নিয়ে আমি ভাবছি না। গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল, বিশ্রাম পাওয়া। শামি নিউজ়িল্যান্ডে বিশ্রাম পেয়েছিল। আমি এই সিরিজে বিশ্রাম পেয়েছি। ধারাবাহিক ভাবে ভাল খেলতে হলে ফিট থাকা খুবই দরকার। তাই আমি বিশ্রামে ছিলাম।’’

বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাক্টিস হিসেবে ভুবনেশ্বর এই সিরিজের শেষ তিনটি ওয়ান ডে ম্যাচকে দেখছেন। আইপিএল তাঁর কাছে প্রস্তুতি-মঞ্চ নয়। ভুবির মন্তব্য, ‘‘এই ম্যাচগুলো আমার কাছে প্রস্তুতির শেষ ধাপ। আইপিএলকে আমি প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছি না। ওখানে বড়জোর নিজেদের একটু ঘষেমেজে নেওয়া যেতে পারে। বিশ্বকাপের আগে এই তিনটে ম্যাচ আমাদের সবার কাছেই গুরুত্বপূর্ণ। কোনও ম্যাচই হাল্কা ভাবে নেওয়ার প্রশ্ন নেই।’’ আইপিএল নিয়ে এই পেসার বলছেন, ‘‘আইপিএলে আমরা নিজেদের ছন্দ ধরে রাখার চেষ্টা করব। তবে টি-টোয়েন্টি আর ওয়ান ডে সম্পূর্ণ আলাদা।’’

Advertisement

কিন্তু আইপিএলের ঠাসা সূচি আপনাদের সমস্যায় ফেলে দেবে না? ভারতীয় টিম ম্যানেজমেন্ট তো চাইছে, যাতে অন্তত পেসারদের পরিশ্রমের মাত্রা নিয়ন্ত্রণ করা হয় এখানে। ভুবনেশ্বর বলছেন, ‘‘ব্যাপারটা আমাদের মাথায় আছে। আইপিএলের প্রথম পর্বটা আমরা দেখে নিতে চাই। তখন ছ’-সাতটা ম্যাচ হয়ে যাবে। বুঝতে পারব, পরের পর্বে ঠিক কী করতে হবে। কী ভাবে আমরা বিশ্বকাপের জন্য ফিট থাকতে পারব।’’

আইপিএল নিয়ে নিজের পরিকল্পনার কথাও বলেছেন সানরাইজার্স হায়দরাবাদের এই ক্রিকেটার। ভুবনেশ্বরের কথায়, ‘‘কোনও কিছুই এখন নিশ্চিত ভাবে বলা যাবে না। এটুকু বলব, আইপিএলের সময় ক্লান্ত লাগলে বিশ্রাম নেওয়ার কথা ভাবব। তবে সব কিছুই নির্ভর করবে টিম ম্যানেজমেন্টের ওপর।’’ ভুবনেশ্বর এও মনে করেন, আইপিএল দলগুলো অবশ্যই ভারতের স্বার্থের কথাটা মাথায় রাখবে। ‘‘বিশ্বকাপটা আমাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। তাই আমি নিশ্চিত, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের সঙ্গে সব রকম সহায়তা করবে। ভারতীয় ক্রিকেট বোর্ডও এ ব্যাপারে কথা বলতে পারে,’’ বলেছেন তিনি। নিজের ব্যাটিং নিয়ে ভুবনেশ্বরের মন্তব্য, ‘‘পরিস্থিতি বিচার করে খেলার চেষ্টা করি।’’

আরও পড়ুন

Advertisement