Advertisement
০৭ ফেব্রুয়ারি ২০২৫

পার্‌থের পিচ সবুজ থাকলে খেলাতে হবে ভুবনেশ্বরকে

প্রথম টেস্ট জেতার পরে ভারতের সেই সাফল্য বজায় রাখার পরীক্ষা এ বার পার‌্থে। যেখানে নতুন এক মাঠে হতে চলেছে এই টেস্ট। শোনা যাচ্ছে, এই মাঠের বাইশ গজেও নাকি গতি ও বাউন্স দুই-ই বেশি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে দিন অনুশীলনে ভুবনেশ্বর। গেটি ইমেজেস

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে দিন অনুশীলনে ভুবনেশ্বর। গেটি ইমেজেস

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৮
Share: Save:

অ্যাডিলেডে কি অসাধারণ ক্রিকেট খেলল ভারত! সামনে থেকে দলকে টেনে নিয়ে গেলেন চেতেশ্বর পূজারা। ওঁর স্ট্রাইক রেট নিয়ে এত চর্চার যে কোনও মানেই হয় না, সেটাই বুঝিয়ে দিলেন তিনি। বিশেষ করে বিদেশের অচেনা ও কঠিন পরিবেশে। রান তোলা ছাড়াও প্রথম সেশনে নতুন বল খেলতে হয় কী ভাবে এবং তা কতটা গুরুত্বপূর্ণ, তা দেখিয়ে দিয়েছেন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান। জোহানেসবার্গের প্রাণবন্ত উইকেটে পূজারার অবদানের কথা মনে করুন। আর অ্যাডিলেডের এই ম্যাচে, যেখানে ভারত ৪০-৪ হয়ে গিয়েছিল, সেই উইকেটে তিনি যে ব্যাটিং করলেন, তা মনে রাখলে নিশ্চয়ই ওঁর স্ট্রাইক রেট নিয়ে আর মাথা ঘামাতে হবে না কাউকে।

প্রথম টেস্ট জেতার পরে ভারতের সেই সাফল্য বজায় রাখার পরীক্ষা এ বার পার‌্থে। যেখানে নতুন এক মাঠে হতে চলেছে এই টেস্ট। শোনা যাচ্ছে, এই মাঠের বাইশ গজেও নাকি গতি ও বাউন্স দুই-ই বেশি। সত্যিই যদি তা হয়, তা হলে এই ম্যাচে যে কোনও দল জিততে পারে। কারণ, অস্ট্রেলিয়াকে সেখানে স্পিন খেলা নিয়ে চাপে থাকতে হবে না। যে সমস্যা ওদের অ্যাডিলেডে হয়েছিল। তাই আর অশ্বিন এই ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।

তবে ভারতের পেসাররাও কম যান না। ওঁদের কুড়ি উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। উইকেটে যদি ঘাস থাকে, তা হলে তো কথাই নেই। পেসাররা আরও কার্যকরী হয়ে উঠবেন। মনে রাখবেন, জোহানেসবার্গে ভারত প্রাণবন্ত উইকেটে খেলে জিতেছিল। একটা সময়ে মনে হচ্ছিল, এই উইকেটে খেলাই অসম্ভব। এখানেও যে তা হবে না, কে বলতে পারে? তবে পার‌্থে একটা সমস্যায় পড়তে পারে ভারতীয় দল। চার বোলার বাছাই করার সময়। উইকেট সবুজ হলে রবীন্দ্র জাডেজার জায়গায় ভুবনেশ্বর কুমারকে অবশ্যই প্রথম এগারোয় রাখা উচিত।

টসের ওপর অবশ্য অনেক কিছুই নির্ভর করছে। তবে জোহানেসবার্গ ও অ্যাডিলেডের অভিজ্ঞতার কথা মাথায় রেখে বোধহয় বিরাট কোহালির প্রথমে ব্যাটিং করে নেওয়াই ভাল। অস্ট্রেলিয়ার ব্যাটিং এমন কিছু ভাল নয়। ওরা চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামলে বেশি চাপ নিতে পারবে না। বিরাটের প্রধান সমস্যা প্রথম এগারো বাছা নিয়ে। এর মধ্যে আবার কয়েকজন ক্রিকেটার চোটও পেয়েছেন, যাঁদের এই টেস্টে পাওয়া যাবে না। যেমন রোহিত শর্মা। রোহিতের জায়গায় হনুমা বিহারী আসতেই পারেন। রোহিত নিশ্চয়ই এই চোটটার জন্য খুব হতাশ। কারণ, নিজেকে টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করার জন্য ওঁর পুরো সিরিজটায় খেলা দরকার ছিল। পার‌্থে ওঁর ব্যাটে রান আছে। তাই এই টেস্টে নামতে পারলে হয়তো ওঁর কাছ থেকে আর একটা ভাল ইনিংস পাওয়া যেত।

পার‌্থেই সিরিজের গতিপ্রকৃতি বোঝা যাবে। অস্ট্রেলিয়া এই সুযোগটা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই দেখার। তবে ভারত যদি এই টেস্টও জিততে পারে, তা হলে সিরিজও বিরাটরাই জিতবেন। (গেমপ্ল্যান)

অন্য বিষয়গুলি:

Cricket Test Border-Gavaskar Trophy 2018 India Australia Bhuvneswar Kumar Perth Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy