Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে সেরা কালিকট

আন্তঃবিশ্ববিদ্যালয়য় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কালিকট বিশ্ববিদ্যালয়য়। শুক্রবার বিকেলে বিদ্যাসাগর বিশ্বববিদ্যালয়ের ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে এই খেলায় পঞ্জাব বিশ্ববিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে দেয় কেরলের এই বিশ্ববিদ্যালয়ের দল।

চ্যাম্পিয়নদের উচ্ছ্বাস। ট্রফি নিয়ে কালিকট বিশ্ববিদ্যালয় দলের ফুটবলাররা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

চ্যাম্পিয়নদের উচ্ছ্বাস। ট্রফি নিয়ে কালিকট বিশ্ববিদ্যালয় দলের ফুটবলাররা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ০২:২৫
Share: Save:

আন্তঃবিশ্ববিদ্যালয়য় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কালিকট বিশ্ববিদ্যালয়য়। শুক্রবার বিকেলে বিদ্যাসাগর বিশ্বববিদ্যালয়ের ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে এই খেলায় পঞ্জাব বিশ্ববিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে দেয় কেরলের এই বিশ্ববিদ্যালয়ের দল। কালিকটের হয়ে দু’টি গোল করেন পি এ নাসের। পঞ্জাবের একমাত্র গোলটি এসেছে আকাশ সাঙ্গোয়ানের পায়ে।

এ দিন সকালে প্রতিযোগিতার তৃতীয় স্থানাধিকারি নির্ধারণের খেলাটিও হয়েছে। সেখানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত প্রাক্তন ভারতীয় ফুটবলার পদ্মশ্রী পি কে বন্দ্যোপাধ্যায় ও সুমিত মুখোপাধ্যায়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পি কে বন্দ্যোপাধ্যায় পঞ্জাব ও কালিকট, দু’দলের খেলোয়াড়দেরই প্রশংসা করেন। তবে ফুটবল টেকনিকে আরও উন্নতির পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর ক্ষোভ, ‘‘এ দেশে ক্রিকেট নিয়ে এত মাতামাতি হয়, ক্রিকেটারদের কত পুরস্কার দেওয়া হয়। কিন্তু রয়েছে ফুটবল দ্বিতীয় স্থানে। এর ফলে ফুটবল খেলার আগ্রহ হারিয়ে যাচ্ছে।’’

পাঁচ দিনের আন্তঃবিশ্ববিদ্যালয়য় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ১৩ ই ফেব্রুয়ারি। দেশের নানা প্রান্তের ১৬টি বিশ্ববিদ্যালয় যোগ দেয় কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ দফতর ও ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস’-এর পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতায়।

এ দিন ফাইনাল খেলা শুরু হয় বিকেল ২টো ৪৫ মিনিটে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে ফ্রি কিক থেকে প্রথম গোলটি করেন কালিকটের পি এ নাসের। ৬৮ মিনিটে ফের নাসেরই দ্বিতীয় গোলটি করেন। ৭৮ মিনিটে কালিকটের বক্সে ফাউলের জন্য পেনাল্টি পায় পঞ্জাব। পেনাল্টি থেকে এক গোল দেয় পঞ্জাব। খেলার ৯২ মিনিটে পাঞ্জাবের বক্সে ফাউলের জন্য কালিকট পেনাল্টি পায়। কিন্তু পঞ্জাবের গোলকিপার পেনাল্টি শট আটকে দেন।

চ্যাম্পিয়ন হতে পেরে স্বভাবতই খুশি কালিকটের খেলোয়াড়রা। দলের কোচ সাথিবন বালান বলেন, ‘ আমাদের ছেলেরা খুব ভাল খেলেছে।’’ তবে কালিকটের কোচ ও খেলোয়াড়েরা মেদিনীপুরের মাঠ নিয়ে সন্তুষ্ট নন। ফাইনালে দু’টি গোল করা নাসের বলছিলেন, ‘‘জাতীয়স্তরের খেলায় মাঠ একটু ভাল হওয়া উচিত। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাঠটি আরও সমতল হওয়া দরকার ছিল।’’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলার পর্যবেক্ষক সাবির হোসেন অবশ্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনের প্রশংসা করেছেন। পাঁচ দিনের প্রতিযোগিতায় প্রতিটি দলকে রোজ দুটি করে ম্যাচ খেলতে হয়েছে। এতে খেলোয়াড়দের সমস্যা হয়েছে। এ নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সাবির জানান, বিষয়টি তিনি ‘এ আই ইউ’-এর আধিকারিকদের জানাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE