ফুটবল মাঠে প্রতিদিনই নতুন নতুন সেলিব্রেশন দেখা যায়। কারও কারও ক্ষেত্রে সেই উদ্যাপনই হয়ে যায় সিগনেচার মার্ক। কিন্তু ফুটবল মাঠ থেকে এমন শান্তির বার্তা অতীতে কবে দিয়েছেন ফুটবলাররা? যেটা করলেন বালি ইউনাইটেডের তিন ফুটবলার।
আরও খবর: পেরেরার হ্যামস্ট্রিংয়ে চোট কতটা জানা যাবে আজ
প্রতিদিনই বিশ্ব জুড়ে চলছে সন্ত্রাসহানা। প্রাণ যাচ্ছে সাধারণ, নিরীহ মানুষদের। শান্তি বিঘ্নিত হচ্ছে শহর থেকে দেশের। সে ইংল্যান্ড হোক বা ফ্রান্স স্বস্তি নেই কোথাও। ইন্দোনেশিয়ার এই ছোট একটি ক্লাবের ফুটবল মাঠ থেকে দেওয়া শান্তির বার্তা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সব দলেই থাকে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের ফুটবলার। সেই ধর্মকে সামনে রেখেই হচ্ছে নানা নাশকতা, হামলা। তাই মাঠ থেকে সব ধর্মকে একসঙ্গে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা করলেন তাঁরা।