Advertisement
১৯ এপ্রিল ২০২৪

স্টোকসকে নিয়ে বিতর্ক, বিশ্রামেই রাহানেরা

স্টোকস গত কাল রাস্তায় মারামারির অভিযোগ থেকে খালাস পেয়েছেন। কিন্তু আদালত নিষ্কৃতি দিলেও জনতার আদালত থেকে সহজে মুক্তি পাচ্ছেন না স্টোকস। জোরাল প্রশ্ন উঠেছে যে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক দিকে আচরণ নিয়ে কোনও আপস না করার শপথ নিচ্ছে। আর এক দিকে রাস্তায় মারামারি করা ক্রিকেটারকে কী করে দলে রাখবে!

দেশপ্রেম: শনিবার ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে নিজেদের উদ্বুদ্ধ করার সুযোগ পেয়ে গেল ভারত। লন্ডনে বুধবার জাতীয় পতাকা তুললেন রবি শাস্ত্রী ও বিরাট কোহালি। ছিলেন দলের অন্য সদস্যরাও। টুইটার

দেশপ্রেম: শনিবার ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে নিজেদের উদ্বুদ্ধ করার সুযোগ পেয়ে গেল ভারত। লন্ডনে বুধবার জাতীয় পতাকা তুললেন রবি শাস্ত্রী ও বিরাট কোহালি। ছিলেন দলের অন্য সদস্যরাও। টুইটার

সুমিত ঘোষ
নটিংহ্যাম শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৮ ০২:৫৪
Share: Save:

একটা দল জিতেও বিতর্কের কেন্দ্রে। আর সব চেয়ে বেশি করে ঝোড়ো আবহাওয়ার মধ্যে পড়েছেন তাদের তারকা অলরাউন্ডার।

আর একটা দল হেরে তুলোধোনা হচ্ছে। নিজেদের দেশে ক্ষোভ তো তৈরি হয়েইছে, বিশ্বের ক্রিকেট মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে।

রবিনহুডের স্মৃতিজড়িত নটিংহ্যামে বুধবার পৌঁছনো দু’টি দলের অবস্থা এখন এমনই।

প্রথমটা ইংল্যান্ড। যারা সিরিজে ২-০ এগিয়ে রয়েছে, কে বলবে! বরং বেন স্টোকসকে নিয়ে এমনই জেরবার অবস্থা জো রুটদের যে, ট্রেন্ট ব্রিজে খেলতে নামার আগে না সেটাই তাঁদের চাপে রাখে! স্টোকস গত কাল রাস্তায় মারামারির অভিযোগ থেকে খালাস পেয়েছেন। কিন্তু আদালত নিষ্কৃতি দিলেও জনতার আদালত থেকে সহজে মুক্তি পাচ্ছেন না স্টোকস। জোরাল প্রশ্ন উঠেছে যে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক দিকে আচরণ নিয়ে কোনও আপস না করার শপথ নিচ্ছে। আর এক দিকে রাস্তায় মারামারি করা ক্রিকেটারকে কী করে দলে রাখবে!

আদালতে পানশালার বাইরে মারামারির ফুটেজের কয়েকটি অস্বস্তিকর দৃশ্য প্রচারিত হয়ে স্টোকসের ভাবমূর্তিতে আরও থাবা বসিয়েছে। যেমন সমকামী দুই যুবকের উদ্দেশে তিনি সিগারেটের পোড়া অংশ ছুড়ে মারছেন বলে ফুটেজে ধরা পড়েছে। তা দেখে সমকামী সংস্থার প্রধান স্টোকসের শাস্তি দাবি তুলেছেন। বলেছেন, সমকামিতাকেই তুচ্ছতাচ্ছিল্য করে অপমান করেছেন স্টোকস। প্রকাশ্যে তাঁর ক্ষমা চাওয়া উচিত। যদিও সমকামী দুই যুবক আবার দাবি করেছেন, সেই রাতে স্টোকস তাঁদের রক্ষা করতেই এসেছিলেন। সমস্যা হচ্ছে, তাঁদের সেই বক্তব্যকে বিভ্রান্ত করে দিচ্ছে সিগারেট ছোড়ার ফুটেজ।

ইংল্যান্ডের ক্রিকেটারেরা স্টোকসের পাশে দাঁড়িয়েছেন। মঙ্গলবার আদালত তাঁকে বেকসুর বলার পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জরুরি বৈঠক ডেকেছিল। সেখানে কোচ ট্রেভর বেলিস এবং অধিনায়ক রুট হাজির ছিলেন। তাঁদের সম্মতি নিয়েই ট্রেন্ট ব্রিজের টেস্টের দলে ফেরানো হয়েছে স্টোকসকে। সমস্যা শুরু হয়েছে তার পর থেকেই। প্রশ্ন উঠেছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যেখানে নিজেরাই নীতি এবং আদর্শের বাণী প্রচার করছে, পরিবার যাতে খেলা দেখতে মাঠে আসে তার আহ্বান জানাচ্ছে, সেখানে স্টোকসের আচরণকে কী করে বরদাস্ত করা হবে?

স্টোকস নিজে স্বীকার করেছেন, সেই রাতে প্রচুর মদ্যপান করেছিলেন। তাঁর নির্দয় ভাবে ঘুষি মারার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল। তাই ইংল্যান্ডের ক্রিকেট মহলে কথা উঠেছে যে, স্টোকস ক্রিকেটকে কলঙ্কিতই করেছিলেন। তার জন্য তাঁর শাস্তি পাওয়া উচিত। এমন দাবিও উঠেছে যে, আদালত তাঁকে বেকসুর বললেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের উচিত তাঁকে নির্বাসিত করা। কেউ কেউ সাম্প্রতিক বল-বিকৃতি কাণ্ড নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে আনছেন। আইসিসি-র বিধানের উপরে ভরসা না করে বসে থেকে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড নিজেরাই এক বছরের জন্য নির্বাসিত করেছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফ্টকে। দাবি উঠেছে, স্টোকসের ক্ষেত্রেও একই পথ অবলম্বন করা উচিত ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের।

আরও পড়ুন: চাপ থেকে মুক্তি পেতেই অবসর এবির

বুধবারই ট্রেন্ট ব্রিজে টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা স্টোকসের। বৃহস্পতিবার দলের সঙ্গে ট্রেনিংয়েও তিনি অংশ নেবেন বলে জানানো হয়েছে। এজবাস্টনে প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। তার পর লর্ডসে তাঁর জায়গায় নেমে ক্রিস ওকস ম্যাচের সেরা হয়েছেন। তাতেও স্টোকসকে ফেরানোর ব্যাপারে সক্রিয় দেখাচ্ছে রুটদের। কিন্তু যে রকম বিরোধী হাওয়া বইতে শুরু করেছে তাঁকে নিয়ে তাতে ট্রেন্ট ব্রিজে তাঁদের সেরা অলরাউন্ডারকে রুটরা খেলাতে পারবেন কি না, সেটাই নতুন করে প্রশ্নের মুখে।

আরও পড়ুন: জাকার্তা, ইংল্যান্ডে উঠল ভারতের পতাকা, পালন হল স্বাধীনতা দিবস

বিরাট কোহালির দলের আবার এমনই অবস্থা যে, স্টোকসকে ইংল্যান্ড খেলাতে পারবে কি পারবে না, তা নিয়ে ভাবার সময় নেই। যিনিই নামুন, ভারতীয় দলের চিত্র যে পাল্টাচ্ছে না। তার উপরে লর্ডসে এমন লজ্জাজনক হারের পরে এখনও প্র্যাক্টিস করতে দেখা যায়নি কোহালির দলকে। বিদেশ সফরে সাধারণত ব্যাটসম্যানদের আরও বেশি করে প্র্যাক্টিস করতে দেখা যায়। অনেক সময়ে কোনও কোনও ব্যাটসম্যান আলাদা করে নেটে সময় কাটান সফল হওয়ার জন্য। সে সবের বালাই দেখা যাচ্ছে
না এ বার।

কে এল রাহুল, এম বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানেরা কেউ রান পাচ্ছেন না। কোথায় সমস্যা হচ্ছে, তা বুঝে নেওয়ার জন্য অনুশীলন দরকার ছিল বলেই সাধারণ মত। সুনীল গাওস্কর বরাবর বিশ্বাস করেছেন, ‘প্র্যাক্টিস মেক্‌স আ ম্যান পারফেক্ট’। সচিন তেন্ডুলকরের মন্ত্র ছিল, যদি একশো বল খেলে রান না আসে বুঝতে হবে খামতি থেকে যাচ্ছে। দু’শো বল খেলো।

এখানে লর্ডসে হারের পরেও রাহুল, বিজয়, রাহানেরা মাঠমুখো হননি। লন্ডনে দু’দিন ধরে পড়ে থাকলেও শোনা যায়নি কেউ নেটে গিয়ে অ্যান্ডারসনদের সুইং বোলিংয়ের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন। এই নিয়ে লর্ডস টেস্টের পরে তিন দিন বেরিয়ে গেল। মাঠমুখো হননি ভারতীয় দলে ক্রিকেটারেরা। জানা গেল, তাঁরা নাকি জিম আর সুইমিং পুল সেশন করেছেন। কিন্তু শুধু পেশি শক্তি দিয়ে কি অ্যান্ডারসনদের সুইং বোলিংয়ের মোকাবিলা করা যাবে?

বুধবার স্বাধীনতা দিবস উদযাপন অবশ্য করেছে দল। লন্ডনে জাতীয় পতাকা তোলা হল। তার পরে বেরিয়ে পড়ল নটিংহ্যামের উদ্দেশে। সেখানে খুব উজ্জ্বল আকাশ কোহালিদের জন্য অপেক্ষা করে ছিল না। তা দেখে আরওই প্রশ্ন জাগছে, বৃষ্টি এসে বৃহস্পতিবারের অনুশীলনকে ভেস্তে দিলে ট্রেন্ট ব্রিজে অগ্নিপরীক্ষার আগে প্রস্তুতিতে ঘাটতি থেকে যাবে না তো?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE