Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কান্ননের শেষকৃত্যে বিতর্ক

ফোনে কান্ননের কলকাতায় থাকা স্ত্রী আন্তোনিয়েত বললেন, ‘‘মৃতদেহ নিয়ে কাদা ছোড়াছুড়ি চাই না। কেউ যদি আমার স্বামীর জন্মস্থান বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে শেষকৃত্য করতে চায়, তা হলে আপত্তি নেই। তবে সেই পদ্ধতি যেন সসম্মানে হয়।’’

স্মৃতি: ফুটবলার জীবনে কান্নন। ফাইল চিত্র

স্মৃতি: ফুটবলার জীবনে কান্নন। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০৪:১০
Share: Save:

দুই স্ত্রীর কাজিয়ায় মঙ্গলবারও শেষকৃত্য হল না প্রয়াত পুঙ্গম কান্ননের। ময়দানের তিন প্রধানে সুনামের সঙ্গে খেলা এই ফুটবলারের মরদেহ এ দিনও পড়ে রইল দমদম পুরসভার হাসপাতাল মর্গে। কবে কোথায় হবে শেষকৃত্য তা নিয়ে বচসা হয় প্রয়াত ফুটবলারের দুই স্ত্রীর মধ্যে। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় থানা পর্যন্ত। পরে দমদম থানায় পুলিশি মধ্যস্থতায় ঠিক হয়, বুধবার বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হতে পারে কান্ননের মরদেহ।

ফোনে কান্ননের কলকাতায় থাকা স্ত্রী আন্তোনিয়েত বললেন, ‘‘মৃতদেহ নিয়ে কাদা ছোড়াছুড়ি চাই না। কেউ যদি আমার স্বামীর জন্মস্থান বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে শেষকৃত্য করতে চায়, তা হলে আপত্তি নেই। তবে সেই পদ্ধতি যেন সসম্মানে হয়।’’ অন্য দিকে, বেঙ্গালুরু থেকে আসা কান্ননের প্রথম স্ত্রী বিজয়লক্ষ্মী ও পুত্র শিবকুমারের দাবি, ‘‘বেঙ্গালুরুতে শেষকৃত্য সসম্মানেই হবে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Poongam Kannan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE