Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ফুটবলার নিগ্রহের অভিযোগ

যুব বিশ্বকাপের আগে কোচ নিয়ে নাটক ফেডারেশনে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এ বছরেই। তার আগে হঠাৎ-ই দিল্লিতে বড় নাটক হয়ে গেল যুব দলের জার্মান কোচ নিকোলাই অ্যাডামকে নিয়ে।

বিতর্কে নিকোলাই অ্যাডাম।

বিতর্কে নিকোলাই অ্যাডাম।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ০৩:৩০
Share: Save:

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এ বছরেই। তার আগে হঠাৎ-ই দিল্লিতে বড় নাটক হয়ে গেল যুব দলের জার্মান কোচ নিকোলাই অ্যাডামকে নিয়ে। বিতর্ক থামাতে ফেডারেশন তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও ক্রীড়ামন্ত্রকের চাপে আপাতত তা স্থগিত হয়ে গেছে।

যুব দলের কোচের ভাগ্য নির্ধারিত হবে ফেডারেশন ও ক্রীড়া দফতরের রিপোর্ট ক্রীড়ামন্ত্রকে পৌঁছোনোর পর। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল বলেছেন, ‘‘আমি পুরো বিষয়টি সংবাদমাধ্যমের থেকেই জেনেছি। ক্রীড়ামন্ত্রকের অফিসার ও ফেডারেশনের কাছে আমি রিপোর্ট চেয়েছি। সেটা পাওয়ার পর যা সিদ্ধান্ত নেওয়ার নেব।’’

রাশিয়া থেকে ফেরার পর নিকোলাইকে বিশ্বকাপ পর্যন্ত রাখা হবে না, নাকি তাঁকে আগেই তাড়িয়ে দেওয়া হবে— তা নিয়ে তীব্র জল্পনা চলছিল ফুটবল মহলে। কিন্তু অনেক নাটকের পর আপাতত তা আর হচ্ছে না।

প্রশ্ন হল, হঠাৎ করে কী এমন ঘটল যে, যার জেরে বিশ্বকাপের মাস আটেক আগে দলের হেড কোচকে সরিয়ে দিতে চেয়েছিল ফেডারেশন? সঙ্গে তাঁর সহকারী ইতিবার মিজামি ইব্রাহিমের উপরও পড়তে চলেছে কোপ?

সূত্রের খবর, নিকোলাইয়ের বিরুদ্ধে তাঁর দলের ফুটবলাররাই গুরুতর অভিযোগ এনেছেন ফেডারেশনের কর্তাদের কাছে। শারীরিক নিগ্রহ থেকে মানসিক অত্যাচার, অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ জানিয়ে ফেডারেশনের কাছে লম্বা চিঠি জমা দিয়েছেন নিকোলাইয়ের বর্তমান যুব দলের ছাত্ররা। রাশিয়াতে গ্র্যানাটকিন কাপে অনূর্ধ্ব-১৭ জাতীয় দল ব্যর্থ হয়ে ফেরার পরই শুরু হয়েছে তীব্র ঝামেলা। রাশিয়াতে মাত্র একটি ম্যাচ জিতেছে ভারত। বাকি পাঁচ ম্যাচে বিশ্রী ভাবে হেরেছে। সেপ্টেম্বরে এএফসি কাপ থেকে এখনও পর্যন্ত যা পরিসংখ্যান তাতে ভারতের জুনিয়র দলটি, যারা বিশ্বকাপে অংশ নিতে চলেছে, তারা মোট ১৯টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় পেয়েছে মাত্র দু’টিতে। একটি ম্যাচ ড্র করেছে। আর বাকি ষোলোটি ম্যাচ হারতে হয়েছে নিকোলাইয়ের দলকে। স্বভাবতই জার্মান কোচকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

একে জার্মান কোচের কোচিংয়ে জুনিয়র দলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী, তার উপর আবার তাঁর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ— সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেলের বাড়িতে আলোচনায় বসেন ফেডারেশন কর্তারা। দিল্লিতে ফোন করে জানা গেল, প্রফুল্ল পটেল, সচিব কুশল দাস ছাড়াও আরও দু’জন কর্তা সেই আলোচনায় উপস্থিত ছিলেন। ডাকা হয়েছিল নিকোলাইকেও। সেখানে তাঁকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়, ‘‘আপনার বিরুদ্ধে ফুটবলাররা মারধর করার অভিযোগ এনেছে। সঙ্গে অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগও রয়েছে। সেগুলো ওরা চিঠিতে আমাদের বিস্তারিত জানিয়েছে। তাই তুমি নিজে না ছেড়ে গেলে আমাদের ব্যবস্থা নিতে হবে।’’ কর্তাদের সঙ্গে নিকোলাইয়ের উত্তপ্ত বাক্‌বিতণ্ডা হয় বলেও খবর।

নিকোলাই অবশ্য পুরো ঘটনাটাই অস্বীকার করেন। পাশাপাশি তিনি নাকি দাবি করেন, তাঁর বিরুদ্ধে এই ‘অন্যায়’ অভিযোগ আনলে তিনি পদত্যাগ করবেন না। যদি তাঁকে সরাতে হয়, তবে চুক্তি অনুযায়ী এক বছরের বেতন দিতে হবে। এর পাল্টা ফেডারেশন কর্তাদের দাবি ছিল, নিকোলাই না সরলে নাবালক নিগ্রহের অভিযোগে তাঁর বড় শাস্তি হতে পারে। এর মধ্যে আবার খবরটি ভারতের ক্রীড়ামন্ত্রকের কানেও পৌঁছে যায়। তারা ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে জানায়, বিশ্বকাপের কয়েক মাস আগে কোচ তাড়ানো ঠিক হবে না। আমরা এই টুর্নামেন্টের জন্য কোটি কোটি টাকা খরচ করেছি, বিদেশ থেকে কোচ-সাপোর্ট স্টাফ আনা হয়েছে। এখন টুনার্মেন্টের মুখে কোচ তাড়ালে নানা সমস্যা তৈরি হবে। তাই এই বিষয়টা তারা যেন কোচ এবং ফুটবলারদের সঙ্গে কথা বলে মিটিয়ে নেয়। ক্রীড়ামন্ত্রকের নির্দেশ পাওয়ার পরেই ফেডারেশন পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। সবাইকে ই-মেল করে জানিয়ে দেওয়া হয়, কোচ তাড়ানোর বিষয়টি একেবারেই ঠিক খবর নয়। প্রফুল্ল পটেল কোচকে ডেকেছিলেন জুনিয়র বিশ্বকাপ সংক্রান্ত আলোচনা করার জন্য। পাশাপাশি নিকোলাইকেও বলা হয়, ঘটনাটি নিয়ে এই মুহূর্তে কোনও কথা না বলতে। আর ফুটবলারদের বুঝিয়ে শান্ত করার দায়িত্ব দেওয়া হয় ভাইচুং ভুটিয়াকে।

কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে, ছাত্রদের সঙ্গে শিক্ষকের যদি এ রকম বিরোধ বা মতপার্থক্য তৈরি হয়, তা হলে পরীক্ষার ফল কখনও কি ভাল হতে পারে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nicolai Adam Controversy U-17 World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE