Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দামী হওয়ার খেসারত দিতে হল যুবরাজকে

বড্ড দাম। সেই অনুযায়ী খেলা কোথায়? প্রশ্নটা উঠে গিয়েছিল গত মরশুমে আইপিএল-এর সময়ই। এক বছর ঘুরতে না ঘুরতেই বড় ধাক্কা খেল দেশের এক সময়ের সেরা অল-রাউন্ডার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ১৫:০০
Share: Save:

বড্ড দাম। সেই অনুযায়ী খেলা কোথায়?

প্রশ্নটা উঠে গিয়েছিল গত মরশুমে আইপিএল-এর সময়ই। এক বছর ঘুরতে না ঘুরতেই বড় ধাক্কা খেল দেশের এক সময়ের সেরা অল-রাউন্ডার। গত মরশুমের ১৬ কোটির মালিকের আপাতত হাত শূন্য। দল নেই আইপিএল-এ। বছরের শেষ দিনেই এল খারাপ খবরটা। গত বছর ১৬ কোটিতে দিল্লি ডেয়ারডেভিলস কিনে নিয়েছিল যুবরাজ সিংহকে। সেই টাকাই হয়ে গেল আগামী আইপিএল-এ যুবরাজের পথের কাঁটা।

আরও খবর পড়ুুন: রাজার মেজাজে বারবার ফিরে আসার নাম যুবরাজ

২০১৬ আইপিএল-এর দল থেকে দেশের এক সময়ের সেরা অল-রাউন্ডারকে ছেঁটেই ফেললেন দিল্লি কর্তারা। আশঙ্কাটা ছিলই। জাতীয় টি২০ দলের দরজা খুলে গেলেও আইপিএল খেলা যে সহজ হবে না সেটা বুঝেই গিয়েছিলেন। বাতিল ক্রিকেটারদের অবশ্য জায়গা হবে নিলামে। অন্য কোনও দল তাঁকে নিতেই পারে। তবে টাকাটা কত হবে সেটাই এখন বড় প্রশ্ন।

শুধু যুবরাজ নন বাতিলের তালিকায় নাম লিখিয়ে ফেললেন হায়দরাবাদের কেভিন পিটারসেন, ডেল স্টেইন ও ইশান্ত শর্মা। বীরেন্দ্র সহবাগকে রিলিজ করে দিল পঞ্জাব। সঙ্গে জর্জ বেইলি, থিরাসা পেরেরা। গত আইপিএল-এ তাঁর ১৪ ম্যাচে রান ছিল ২৪৮। মাত্র দুটো হাফ সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। বল হাতে একটিমাত্র উইকেট পেয়েছিলেন।

এই বছর ঘরোয়া ক্রিকেটে তাঁর ভাল খেলা জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। ঠিক সেভাবেই অস্ট্রেলিয়ায় তাঁর পারফর্মেন্সের উপর নির্ভর করবে ফেব্রুয়ারিতে আইপিএল-এর নিলামে দর বাড়িয়ে নেওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

yuvraj singh cricket delhi MostReadStories
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE