অফিসে আরও একটা গড়পড়তা দিন!
বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত একটা ইনিংস খেলে চেন্নাই সুপার কিংসকে জেতানোর পরে মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে এটাই সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া। বলা হচ্ছে, এতে আর অবাক হওয়ার কী আছে। এই ভাবে ম্যাচ জেতানো তো ধোনির নিত্য নৈমিত্তিক রুটিন! আসলে ফিনিশার ধোনিকে ফিরে পেয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব।
আর ধোনি নিজে কী বলছেন? বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করে ধোনি টুইট করেন, ‘ম্যাচ শেষ। রাতে ভাল ঘুমও হল। এখন বাবার দায়িত্ব পালন করছি।’ কী সেই কাজ? পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, ‘হেয়ার ড্রায়ার’ দিয়ে মেয়ে জিভার চুল শুকিয়ে দিচ্ছেন ধোনি। যে ভিডিয়ো অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ঠিক যে ভাবে আলোচনার কেন্দ্রে রয়েছে আরসিবির বিরুদ্ধে ধোনির (৩৪ বলে ৭০। সাতটি ছয়, একটি চার) ম্যাচ জেতানো ইনিংস। যে ইনিংসে মজে গিয়েছে ধোনি ও রায়নার মেয়েও।