শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। কিন্তু ভারত-পাক সংঘাতের সময় অনেক বিদেশি ক্রিকেটারই দেশে ফিরে গিয়েছেন। তাঁদের আবার ভারতে ফেরার জন্য জোর করা উচিত নয় বলেই মনে করছেন মিচেল জনসন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার একটা সময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। প্রাক্তন নাইট জানিয়েছেন, তিনি এমন অবস্থায় পড়লে ভারতে যেতেন না। জনসন বলেন, “আমাকে যদি এমন অবস্থায় সিদ্ধান্ত নিতে হত, সেটা খুবই সহজ কাজ হত। আমি যেতাম না। টাকার থেকে জীবন অনেক দামি। যদিও এই সিদ্ধান্ত সকলের ব্যক্তিগত। কাউকে খেলতে যাওয়ার জন্য জোর করা উচিত নয়। আইপিএল এবং পাকিস্তান সুপার লিগ যতই আবার শুরু হোক, ক্রিকেটারদের উপর চাপ দেওয়া উচিত নয়।”
১৭ মে থেকে শুরু হবে আইপিএল। ছ’টি মাঠে আইপিএলের লিগের বাকি সব ম্যাচ হবে। প্লে-অফের ম্যাচগুলি কোথায় হবে তা এখনও জানায়নি বোর্ড। ৩ জুন ফাইনাল হওয়ার কথা। শোনা যাচ্ছে, অহমদাবাদে ফাইনাল হতে পারে।
আরও পড়ুন:
১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এ বার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এই দুই দেশের একাধিক ক্রিকেটার ভারতে খেলতে আসতে চাইছেন না। টেস্টের জন্য প্রস্তুতি নিতে চান তাঁরা। যদিও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আইপিএলের বাকি পর্ব খেলতে আসছেন। তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ প্লে-অফে উঠতে পারবে না। লিগ পর্বে হায়দরাবাদের শেষ ম্যাচ ২৫ মে। সেই ম্যাচের পরেই দেশে ফিরে যেতে পারবেন কামিন্স। ট্রেভিস হেডও একই দলে খেলেন। তিনিও আইপিএল খেলতে আসবেন।
জনসন বলেন, “ক্রিকেট অস্ট্রেলিয়া সব ক্রিকেটারকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে। এই সিদ্ধান্তের দাম অনেক বড় হতে পারে। কোনও ক্রিকেটার যদি না খেলে তা হলে আর্থিক ক্ষতি হতে পারে। কিন্তু খেলতে গিয়ে যদি নিরাপত্তার সমস্যা হয়?”