ক্রিকেটে ইংরেজদের মদ খাওয়ার সংস্কৃতিতে বদল আনার পরামর্শ দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন জোরে বোলার টিনো বেস্ট। তাঁর মতে, এই সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়েন কৃষ্ণাঙ্গ ও এশীয় ক্রিকেটাররা। তাঁদের কখনও জোর করা উচিত নয় হলে মনে করেন তিনি।
বিবিসি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বেস্ট বলেন, ‘‘ক্রিকেটীয় সংস্কৃতিতে এখন মদ খাওয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেটাই সমস্যা। একটি দলের সদস্য থাকার জন্য ক্রিকেটারদের বার বা নাইট ক্লাবে যেতে জোর করা উচিত নয়। এতে কৃষ্ণাঙ্গ ও এশীয় ক্রিকেটারদের সমস্যা হয়। তাঁদের বোঝানো হয়, মদ না খেলে তোমরা দলের সদস্য নও।’’