দ্রুত বদলাচ্ছে মহিলাদের ক্রিকেট। টি-টোয়েন্টি ক্রিকেটের দৌলতে মহিলা ব্যাটাররাও এখন পাওয়ার ব্যাটিংয়ের দিকে ঝুঁকছেন। ভারতীয় দলে একাধিক আগ্রাসী ব্যাটার থাকলেও, সে অর্থে পাওয়ার ব্যাটার নেই। আগামী দিনে সেই জায়গা নিতে পারেন কিরণ নবগিরে।
দ্রুত তিন বা চার উইকেট পড়ে গেলে কে প্রতি আক্রমণে বিপক্ষের বোলিং আক্রমণকে দিশেহারা করতে পারবেন? দীর্ঘ দিনের এই প্রশ্নের উত্তর সম্ভবত পেয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জারে ঝড় তুলেছেন কিরণ। উইকেটের সব দিকে শট নিতে পারেন। তাঁর পাওয়ার ব্যাটিং ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।
মিতালি রাজ, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কাউর, শেফালি বর্মারা সকলেই মূলত ব্যাটিং অর্ডারের উপরের দিকে ব্যাট করেন। চার বা পাঁচ নম্বরের মধ্যেই সাধারণত নামেন তাঁরা। কিন্তু ছয়, সাত নম্বরে ব্যাট করে প্রতিপক্ষ শিবিরে পাল্টা আক্রমণ পৌঁছে দেওয়ার মতো ব্যাটার না থাকা ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম দুর্বলতা। বিশেষ করে কুড়ি ওভারের ক্রিকেটের দৌলতে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটেও যখন দ্রুত বদলাচ্ছে ব্যাটিংয়ের কৌশল। এখন বিভিন্ন দলেই নিচের দিকে এমন ব্যাটাররা আছেন, যাঁরা অনায়াসে বাইন্ডারি লাইনের বাইরে পাঠাতে পারেন বল।