Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports news

কমনওয়েলথে দুরন্ত ভারত, সোনা জিতলেন মেরি, গৌরব, সঞ্জীব, নীরজ

এটাই কমনওয়েলথ-এ তাঁর প্রথম সোনা জয়। এর আগে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন।

প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’হারা পরাজিত করে সোনা হয় মেরি কমের। ছবি: এএফপি।

প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’হারা পরাজিত করে সোনা হয় মেরি কমের। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০৯:২২
Share: Save:

কমনওয়েলথ-এ ১৮তম সোনা জয় ভারতের। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতে নেন ভারতীয় বক্সার মেরি কম। প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’হারাকে ৫-০ ফলে পরাজিত করেন তিনি।

এটাই কমনওয়েলথ-এ তাঁর প্রথম সোনা জয়। এর আগে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। চার বছর আগে কমনওয়েলথের জন্য কোয়ালিফাই করতে পারেননি মেরি। ট্রায়ালে পিঙ্কি ঝাঙ্গরার কাছে পরাজিত হন তিনি।

২০১৬ রিও অলিম্পিক্সে অংশগ্রহণ করতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তখন অনেকেই মনে করেছিলেন মেরি আর রিংয়ে খেলতে পারবেন না। কিন্তু গত নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে তাঁর পঞ্চম সোনার পদকটি আনার পর সবাইকে ভুল প্রমাণ করেন তিনি। তার পর থেকেই কমনওয়েলথই ছিল তাঁর অন্যতম লক্ষ্য।

দেখুন ভিডিও:

আরও পড়ুন: পদক জয়ের হ্যাটট্রিকই স্বপ্ন মৌমার

মেরির সোনা জয়ের পর টুইটারে তাঁকে অভিনন্দন জানান প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ থেকে মহম্মদ কইফ। অভিনন্দন জানানো হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার তরফেও। শুভেচ্ছা জানিয়েছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ুও।

মেরি কম ছাড়াও এ দিন আরও বেশ কয়েকটি পদক পেল ভারত। বক্সিংয়ে সোনা পেলেন গৌরব সোলাঙ্কি। ৫২ কেজি বিভাগে সোনা পান তিনি। শুটিংয়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা পান সঞ্জীব রাজপুত। জ্যাগরিনে ভারতের নতুন তারকা নীরজ চোপড়া অস্ট্রেলিয়া দ্বিতীয় প্রতিযোগীর থেকে ৪ মিটার বেশি ছুড়ে সোনা পান। এ ছাড়া মহিলা ব্যাডমিন্টনের ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে মুখোমুখি সাইনা এবং সিন্ধু। ফলে একটি সোনা এবং রূপো পদক নিশ্চিত। এখনও পর্যন্ত ২১টি সোনা, ১৩টি রুপো এবং ১৪ ব্রোঞ্চ নিয়ে তিন নম্বরে রয়েছে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE