Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports

জ্যাভেলিনে নিজের বিশ্বরেকর্ড ভেঙে রিওয় সোনা জিতলেন দেবেন্দ্র

রিওর মঞ্চে ইতিহাস তৈরি করে ভারতকে দ্বিতীয় সোনা এনে দিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। জ্যাভেলিন থ্রো-এ নিজের ১২ বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভেঙে প্রথম ভারতীয় হিসাবে প্যারালিম্পিক্সে দু’টি সোনা জিতলেন দেবেন্দ্র। আর এ পর্যন্ত রিওতে দু’টি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ নিয়ে ভারত আপাতত ৩১ নম্বরে।

নতুন বিশ্বরেকর্ড দেবেন্দ্রর। ছবি: এপি।

নতুন বিশ্বরেকর্ড দেবেন্দ্রর। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১০
Share: Save:

রিওর মঞ্চে ইতিহাস তৈরি করে ভারতকে দ্বিতীয় সোনা এনে দিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। জ্যাভেলিন থ্রো-এ নিজের ১২ বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভেঙে প্রথম ভারতীয় হিসাবে প্যারালিম্পিক্সে দু’টি সোনা জিতলেন দেবেন্দ্র। আর এ পর্যন্ত রিওতে দু’টি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ নিয়ে ভারত আপাতত ৩১ নম্বরে।

২০০৪ সালে আথেন্স প্যারালিম্পিকে এফ৪৬ ইভেন্টে ৬২.১৫ মিটার জ্যাভেলিন ছুড়ে সোনা জিতেছিলেন দেবেন্দ্র। এত দিন পর্যন্ত সেটাই ছিল এই ইভেন্টের বিশ্বরেকর্ড। বুধবার নিজের সেই রেকর্ডই ভেঙে দিলেন দেবেন্দ্র। এ দিন জ্যাভেলিন থ্রো-এ ৬৩.৯৭ মিটারের নতুন রেকর্ড করলেন তিনি।

সাইয়ের কোচ দেবেন্দ্রর বাড়ি রাজস্থানের প্রত্যন্ত চুরু জেলায়। ন’বছর বয়সে বিদ্যুতের খোলা তারে হাত লেগে কনুই থেকে বাঁ হাত বাদ যায় তাঁর। ২০০২ সালে প্যারা এশিয়ান গেমসে সোনা জেতেন দেবেন্দ্র। ভারতে প্যারা অ্যাথলিটরা কি সাধারণ অ্যাথলিটদের থেকে কম সুযোগ সুবিধা পান? দেবেন্দ্রর কথায়, “আমরা সাধারণ অ্যাথলিটদের চেয়ে সুবিধা কম পাই এটা সত্যি। তবে দেশে কিন্তু প্যারা অ্যাথলিটদের প্রভাব ক্রমেই বাড়ছে। আমাদের পারফরম্যান্স যত ভাল হবে ততই আমাদের পরিচিতি বাড়বে।”

আরও পড়ুন:
স্বপ্ন দেখার সাহসটা ছিল বলেই মৃত্যুকে হারিয়েছেন দীপা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Devendra Jhajharia paralympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE