বিহারের রাজধানীতে নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরি করবেন মহেন্দ্র সিংহ ধোনি। শেখাবেন তাঁর নিজস্ব হেলিকপ্টার শট! পটনার পটেল নগরের উর্জা স্টেডিয়ামে আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে নিজের অষ্টম ক্রিকেট অ্যাকাডেমি খুলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আইপিএল শেষ করে পটনায় নিজেই আসবেন ধোনি। দীর্ঘদিন ধরেই বিহারের নিজস্ব কোনও ক্রিকেট সংস্থা ছিল না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তা পেয়েছে রাজ্য। এর পরেই রাজ্যের ক্রিকেটপ্রেমীদের কাছে ধোনির অ্যাকাডেমি নিয়ে রীতিমতো উৎসাহ তৈরি হয়েছে।
গত নভেম্বরে দুবাইতে প্রথম নিজের নামে ক্রিকেট অ্যাকাডেমি খোলেন ধোনি। তারপরে সিঙ্গাপুরে। একে একে দিল্লি, বারাণসী, বেরিলি, লখনউ এবং বোকারোতে তা ছড়িয়ে দেন তাঁর সতীর্থরা। ধোনির দলের অন্যতম সদস্য এবং পরিচালনকারী সংস্থার ম্যানেজার মিহির দিবাকর জানিয়েছেন, অ্যাকাডেমি তৈরির চুক্তি হয়ে গিয়েছে। আইপিএল শেষ হলে ধোনি পটনায় আসবেন।