Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ধোনির পেপ টক

সম্প্রতি ভারতীয় ক্রিকেটে কোচ-অধিনায়ক সম্পর্ক নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। বুধবার ধোনি অতিথি বক্তা হিসেবে এই বিষয়েই তাঁর বক্তব্য রাখলেন। তাঁর বক্তব্যের বিষয় ছিল, ‘কোচ-অধিনায়কের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ’।

মহেন্দ্র সিংহ। —ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ২০:১৬
Share: Save:

এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে কোচেস রিফ্রেশার কোর্স। সেখানে ভারতের ২৫ জনের সঙ্গে রয়েছেন ছ’জন অস্ট্রেলিয়ান। সেই তালিকায় রয়েছেন জেসন গিলেসপির মতো প্রাক্তন ক্রিকেটারও। সেখানেই হাজির হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

আরও পড়ুন

বিরাটের মধ্যে একজন অস্ট্রেলিয়ান আছে: ক্লার্ক

ওয়ান ডে সিরিজই পাখির চোখ রোহিত শর্মার

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে কোচ-অধিনায়ক সম্পর্ক নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। বুধবার ধোনি অতিথি বক্তা হিসেবে এই বিষয়েই তাঁর বক্তব্য রাখলেন। তাঁর বক্তব্যের বিষয় ছিল, ‘কোচ-অধিনায়কের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ’। ভারতীয় কোচদের মধ্যে এই তালিকায় রয়েছেন, সুনীল জোশী, বিজয় ভরদ্বাজ, কওলজিৎ সিংহ, এম ভেঙ্কটরামানা, ডি বাসু, এম সেনথিলনাথন। ধোনি আর কেদার যাদব এই মুহূর্তে এনসিতে ট্রেনিং করছেন। সে কারনেই দু’জনকে এই প্রাগ্রামে ডাকা হয়েছিল।

কোচ-অধিনায়ক সম্পর্ক নিয়ে ধোনির অভিজ্ঞতাটাও বিশেষ গুরুত্বপূর্ণ। তাঁর অধিনায়কত্বেই ভারতীয় ক্রিকেট দল সব থেকে বেশি সফল। তাঁর সঙ্গে কোচের বোঝাপড়াটাও বিশেষ ভূমিকা নিয়েছিল এই সাফল্যের পিছনে সেটাই স্বাভাবিক। ধোনি বিশেষ করে দলের মধ্যের পরিবেশের কথাই তুলে ধরেন। ২০-২৫ মিনিটের ভাষণে ধোনি পেপ টক দেওয়ার থেকে বেশি বুঝিয়েছেন সম্পর্কের কথা। তিনি বলেছেন, কোচ-ক্যাপ্টেন সম্পর্ক এমন থাকা উচিত যাতে দলের পরিবেশ ভাল থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE