আইএসএলে কি খেলবেন দিয়েগো ফোরলান? শোনা যাচ্ছে মুম্বই সিটি এফসি-র সঙ্গে তাঁর কথাবার্তা এগিয়েছে। এর আগে আটলেটিকো দে কলকাতার সঙ্গেও কথাবার্তা বলেন। ফোরলান যে মুম্বইয়ের সঙ্গে কথা বলছেন, সেটা স্বীকার করে নিয়েছেন তাঁর ভাই পাবলো ফোরলান। বলেছেন, ‘‘কলকাতার সঙ্গে আর কথা বলছি না। এই মুহূর্তে মুম্বইয়ের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে।’’