পেলে নাকি মারাদোনা, সর্বকালের সেরা কে? ফুটবল যত দিন থাকবে, তত দিন এই তর্ক চলবে। কিন্তু ‘রাজা’ এবং ‘ঈশ্বর’-এর সম্পর্ক যে এ সবের ঊর্ধ্বে, মারাদোনা-বিয়োগে কাতর হয়েও তা জানাতে ভুললেন না পেলে।
মারাদোনার মৃত্যুর খবর পেয়ে এ দিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রফি হাতে আর্জেন্টিনার কিংবদন্তির একটি ছবি পোস্ট করে পেলে লেখেন, ‘অত্যন্ত বেদনাদায়ক খবর। এক জন প্রিয় বন্ধুকে হারালাম। অনেক কিছু বলার রয়েছে। কিন্তু এই দুঃসময়ে ঈশ্বর ওঁর পরিবারকে শক্তি দিন। আশা করি এক দিন আকাশে ফুটবল খেলব আমরা’। মারাদোনার স্মৃতিতে তাঁর ফেসবুক প্রোফাইলের ডিপি পাল্টে দিয়েছেন পেলে।
বুধবার বুয়েনাস আইরেজে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিয়েগো মারাদোনা। সেই খবরে এখনও ধাতস্থ হতে পারেনি ফুটবল বিশ্ব। ২০২০ মারাদোনাকেও কেড়ে নিল, এ খবর মানতে পারছেন না ফুটবল অনুরাগীরা।