Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ইস্টবেঙ্গলের দাবি মানতে নারাজ ফেডারেশন

ম্যাচের শেষ মুহূর্তে আইজলের ১২ জন ফুটবলার মাঠে থাকার প্রতিবাদে শনিবারই ম্যাচ কমিশনারকে লিখিত প্রতিবাদপত্র পাঠিয়ে আই লিগের ড্র ম্যাচ থেকে তিন পয়েন্টের দাবি তুলেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ০৩:৩৯
Share: Save:

ম্যাচের শেষ মুহূর্তে আইজলের ১২ জন ফুটবলার মাঠে থাকার প্রতিবাদে শনিবারই ম্যাচ কমিশনারকে লিখিত প্রতিবাদপত্র পাঠিয়ে আই লিগের ড্র ম্যাচ থেকে তিন পয়েন্টের দাবি তুলেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। চব্বিশ ঘণ্টার মধ্যে ফেডারেশনকেও চিঠি দিল লাল-হলুদ শিবির। জানতে চাইল এ ক্ষেত্রে আইজলের কী শাস্তি (তিন পয়েন্ট কাটা যাবে, নাকি জরিমানা) হবে? যে চিঠি পাঠানোর কথা স্বীকার করলেন ফুটবল সচিব সন্তোয ভট্টাচার্য।

এ দিন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘বেশ কয়েক বছর ধরেই রেফারির ভুল সিদ্ধান্তের মাশুল গুণতে হচ্ছে আমাদের। ক’বছর আগে হোম ম্যাচে চার্চিলের বিরুদ্ধে রেফারির ভুল সিদ্ধান্তে হেরে গিয়ে আই লিগ হাতছাড়া হয়েছিল। এ বার প্রথম ম্যাচ থেকেই শুরু হল! দেখা যাক এ বার আর ক’টা ম্যাচে ভুগতে হয় আমাদের।’’

ফেডারেশন সূত্রে যদিও খবর, শনিবারের ম্যাচ থেকে আইজলের জরিমানা বা তিন পয়েন্ট কেটে নেওয়ার মতো বড়সড় কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট ফুটবলারকে ফের মাঠে ঢোকার জন্য হলুদ কার্ড দেখানোকেই শাস্তি হিসেবে ধরছে ফেডারেশন। এর বেশি আর কোনও শাস্তি হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal I League Aizawl FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE