Advertisement
২০ এপ্রিল ২০২৪

অর্ণবদের মাদ্রিদে নাও পাঠানো হতে পারে

অর্ণব মণ্ডল, লালরিন্দিকাদের মাদ্রিদ যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হল। তাঁদের আদৌ এটিকের প্রি-সিজন শিবিরে পাঠানো হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিলেন কলকাতার কর্তারা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২৫
Share: Save:

অর্ণব মণ্ডল, লালরিন্দিকাদের মাদ্রিদ যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হল। তাঁদের আদৌ এটিকের প্রি-সিজন শিবিরে পাঠানো হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিলেন কলকাতার কর্তারা।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ ১৪ সেপ্টেম্বর। লাল-হলুদ কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, লিগ শেষ হলে তবেই আইএসএলের প্লেয়ার ছাড়বেন। যা শুনে মাথায় হাত এটিকে কর্তাদের। এখনও পর্যন্ত ঠিক আছে, ২০ সেপ্টেম্বর মাদ্রিদে জোসে মলিনা তাঁর এক মাসের শিবির শেষ করবেন।

লিগের শেষ ম্যাচ খেলে পরের দিনই যদি বিমানে ওঠেন লাল-হলুদের পাঁচ ফুটবলার, তা হলেও তাঁদের পৌঁছতে ১৭ তারিখ হয়ে যাবে। এটিকে কর্তারা ভেবে উঠতে পারছেন না, মাত্র তিন দিনের জন্য এত টাকা খরচ করে অর্ণবদের পাঠিয়ে লাভ কী! এমনিতেই পুরো টিম না পাওয়ায় এটিকের নতুন স্প্যানিশ কোচ ক্ষুব্ধ। লাল-হলুদ ফুটবলারদের পাঠিয়ে আর তাই সমস্যা বাড়াতে রাজি নন এটিকে কর্তারা।

ডার্বির পর ফুটবলার ছাড়া নিয়ে শুধু এটিকে নয়। কেরল ব্লাস্টার্স, এফসি পুণের পক্ষ থেকেও বারবার অনুরোধ করা হচ্ছে ইস্টবেঙ্গলকে। কিন্তু টানা সাত বার কলকাতা লিগ জেতার রেকর্ড না গড়ে ফুটবলার ছাড়তে কিছুতেই রাজি নন লাল-হলুদ কর্তারা।

ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘লিগ শেষ না হলে ফুটবলার ছাড়ার প্রশ্নই নেই। আমাদের কাছে কলকাতা লিগ জয় সবার আগে। লিগ শেষের পরে আমরা যে ফুটবলারদের ছাড়ব, এটা চুক্তির সময়েই সব আইএসএল ক্লাবকে বলে রেখেছি। সে রকম হলে ওরা চুক্তি বাতিল করুক।’’ যা থেকে স্পষ্ট ১৫ সেপ্টেম্বরের আগে ইস্টবেঙ্গলের কোনও ফুটবলারই আইএসএল যাচ্ছেন না। যা পরিস্থিতি তাতে অর্ণব-ডিকাদের হয়তো শেষ পর্যন্ত কলকাতাতেই যোগ দিতে হবে এটিকে শিবিরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eastbengal players ISL Madrid CFL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE