আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেলের রাজকীয় প্রত্যাবর্তনে জল ঢেলে দিল ইংল্যান্ড। আরও ভাল করে বললে দুই ইংল্যান্ড ব্যাটসম্যান জেসন রয় এবং জো রুট। শুধু তাই নয়, প্রথম ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে দলকে জেতালেনও দু’জন।
গেলের ১৩টি ছক্কার সাহায্যে ১৩৫ রান পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড ২৩টা ছক্কার সাহায্যে ৩৬০ রানের লক্ষ্য রাখার পরে অনেকেই ভেবেছিলেন ইংল্যান্ডের পক্ষে রান তাড়া করা সোজা হবে না। সোজা ছিলও না। তবে জেসন রয় (৮৫ বলে ১২৩) এবং জো রুটের (৯৭ বলে ১০২) সেঞ্চুরির সাহায্যে আট বল বাকি থাকতেই ৩৬৪-৪ তুলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটাই সবচেয়ে বেশি রান তাড়া করে কোনও দলের জয়। সব মিলিয়ে তৃতীয় সর্বাধিক রান তাড়া করার নজির। বিশ্বকাপের আগে ব্যাটিংয়ে এই দাপট ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টকে নিশ্চিত ভাবে অনেক ভরসা যোগাবে পাশাপাশি একই মাঠে শুক্রবার দ্বিতীয় ওয়ান ডে-তেও প্রচুর আত্মবিশ্বাস দেবে রুটদের, মনে করছেন বিশেষজ্ঞরা।