অ্যাডিলেডে প্রথম দিন-রাতের টেস্টের তৃতীয় দিনে ২১৫ রানে এগিয়ে থেকেও ইংল্যান্ডকে ফলো অন করালেন না অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ। যে সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে আলোচনা তুঙ্গে। শেন ওয়ার্ন তো সরাসরি এই সিদ্ধান্তের সমালোচনাও করেছেন।
সাধারণত বোলাররা ক্লান্ত হয়ে পড়লে অধিনায়কেরা ফলো অন করাতে চান না। এ ক্ষেত্রে অবশ্য বোলারদের সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ। অন্তত সে রকম কথাই সাংবাদিক বৈঠকে এসে বলে গেলেন মিচেল স্টার্ক। তবে ফলো অন না করানো নিয়ে অধিনায়কের পাশেই দাঁড়িয়েছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি ফাস্ট বোলার বলেন, ‘‘ফলো অন করাবে কি না, সেটা সম্পূর্ণ স্মিথের ব্যাপার। তাই ও বোলারদের সঙ্গে কোনও কথা বলেনি। এটা ওরই সিদ্ধান্ত।’’
অস্ট্রেলিয়ার ৪৪২ রানের জবাবে ২২৭ রানেই শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস। তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৩ রানে ৪ উইকেট পড়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। স্টার্ক এখন তাকিয়ে আছেন শেষ দু’দিনের দিকে। তিনি বলেন, ‘‘রাত্রে বল বেশি সুইং করে ঠিকই, কিন্তু আমাদের হাতে এখনও দু’টি রাত রয়েছে। সময় মোটেও নষ্ট হয়নি।’’