Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Sports News

ইউরোপা লিগের ম্যাচ শুরুর আগেই রেড কার্ড ফুটবলারের

এই ম্যাচে প্রথম এগারোয় ছিলেন না এভ্রা। রিজার্ভে ছিল তাঁর নাম। যে কারণে দলের বিশেষ ক্ষতি হয়নি। যদিও ১-০তে ম্যাচ হেরে যায় এভ্রার দল। ম্যাচ শেষের তিন মিনিট আগে দলের আরও একজনকেও রেড কার্ড দেখতে হয়।

প্যাট্রিস এভ্রা পা চালাচ্ছেন। সতীর্থরা তাঁকে আটকাচ্ছেন। ছবি: ইউটিউব।

প্যাট্রিস এভ্রা পা চালাচ্ছেন। সতীর্থরা তাঁকে আটকাচ্ছেন। ছবি: ইউটিউব।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৭ ১৩:৪১
Share: Save:

খেলা ছিল ইউরোপা লিগের। ভিক্টোরিয়া গুইমারেসের বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ডে খেলতে নামার আগে ওয়ার্ম আপ করছিল পুরো মার্সেইল দল। ঘটনার শুরু তখনই।

গ্যালারির সামনেই ম্যাচ শুরুর আগের ওয়ার্ম সারছিলেন মার্সেইল ৩৬ বছরের ডিফেন্ডার প্যাট্রিস এভ্রা। সেখানেই মার্সেইলের প্রায় ৫০০ ফ্যান। কয়েকজন ফ্যান নিজেদের জায়গা ছেড়ে একদম মাঠের কাছে চলে আসেন আর এভ্রাকে নানা রকম উপদেশ দিতে থাকেন।। প্রথমে চুপচাপ শুনলেও পরে তিনি পাল্টা আক্রমণ করে বসেন। তবে মুখে আক্রমণ না করা সরাসরি শারীরিক আক্রমণ করেন সেই ফ্যানকে লক্ষ্য করে। মাঠ থাকে অনেকটাই উপরে গ্যালারি। প্রায় মাথা পর্যন্ত পা তুলে সপাটে লাথি চালান এভ্রা সেই ফ্যানকে। যদি নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গেই চলে এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনেন। রেফারি এভ্রাকে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন

হেরে বিস্ফোরক সি আর সেভেন

নতুন কীর্তি আগুয়েরোর

এই ম্যাচে প্রথম এগারোয় ছিলেন না এভ্রা। রিজার্ভে ছিল তাঁর নাম। যে কারণে দলের বিশেষ ক্ষতি হয়নি। যদিও ১-০তে ম্যাচ হেরে যায় এভ্রার দল। ম্যাচ শেষের তিন মিনিট আগে দলের আরও একজনকেও রেড কার্ড দেখতে হয়। মার্সেইল কোচ রুডি গার্সিয়া রীতিমতো বিরক্ত এভ্রার এই ব্যবহারে। তিনি পরে বলেন, ‘‘প্যাট অভিজ্ঞ ফুটবলার। এমনটা হয়েই থাকে। ওর প্রতিক্রিয়া দেওয়া উচিত হয়নি। ওকে মাথা ঠান্ডা রাখা শিখতে হবে। এটাই বলতে পারি।’’ অপটার স্ট্যাটিসটিক্স বলছে, ইউরোপা লিগের ইতিহাসে প্যাট্রিস এভ্রাই প্রথম যিনি ম্যাচ শুরুর আগেই মাঠ ছাড়লেন। প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা তার ব্যবহারের জন্য সর্বত্র সমালোচিত হচ্ছে।

অন্য বিষয়গুলি:

Football Footballer Patrice Evra Europa League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy