Advertisement
২০ এপ্রিল ২০২৪

গোপীচন্দের মেয়ের দারুণ শুরু

নেদারল্যান্ডসের হার্লেমে ডাচ জুনিয়র ব্যাডমিন্টনে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচ পুল্লেলা গোপীচন্দের মেয়ে। দু’বারের সর্বভারতীয় জুনিয়র র‌্যাঙ্কিং ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন গায়ত্রী বুধবার হারিয়ে দিয়েছে কোরিয়ার দে জিয়ং চুংকে।

বিদায় গায়ত্রী গোপীচন্দের। ফাইল চিত্র

বিদায় গায়ত্রী গোপীচন্দের। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০৪:২০
Share: Save:

বয়স পনেরো বছর। তারই মধ্যে সিঙ্গলস এবং ডাবলস মিলিয়ে ক্যাবিনেটে ঢুকে পড়েছে ১৩টি ট্রফি। বাবার দেখানো পথেই এগোচ্ছে গায়ত্রী গোপীচন্দ।

নেদারল্যান্ডসের হার্লেমে ডাচ জুনিয়র ব্যাডমিন্টনে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচ পুল্লেলা গোপীচন্দের মেয়ে। দু’বারের সর্বভারতীয় জুনিয়র র‌্যাঙ্কিং ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন গায়ত্রী বুধবার হারিয়ে দিয়েছে কোরিয়ার দে জিয়ং চুংকে। গায়ত্রীর পক্ষে ম্যাচের ফল ২১-১৮, ২২-২০। গায়ত্রীর সঙ্গেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে অনূর্ধ্ব ১৫ এশীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সামিয়া ইমাদ ফারুকি। ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারা ফারুকি একপেশে ম্যাচে ইংল্যান্ডের লিসা কার্টিনকে উড়িয়ে দিয়েছে। ফারুকির পক্ষে ম্যাচের ফল ২১-১২, ২১-১১। অন্য ম্যাচে তৃষা জলি ২১-১৫, ২১-১৭ পয়েন্টে হারিয়েছে লিয়োনা মিকালস্কিকে।

মেয়েদের পাশাপাশি ছেলেরাও দাপট দেখিয়েছে প্রথম রাউন্ডে। দু’বার সর্বভারতীয় জুনিয়র র‌্যাঙ্কিং ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন মাইসনাম মেইরাবা লুয়াং প্রথম ম্যাচেই অনায়াস জয় তুলে নিয়েছে। সুইডেনের লুডভিগ পেত্রে ওলসেনকে হারাতে সে সময় নিয়েছে মাত্র ৩০ মিনিট। ২১-১০, ২১-১১ পয়েন্টে ম্যাচ জিতে লুয়াং পৌঁছে গিয়েছে দ্বিতীয় রাউন্ডে।

তবে লড়াই করতে হয়েছে প্রিয়াংশু রাজাওয়াতকে। ১৯-২১, ২১-১৮, ২১-১৭ পয়েন্টে ম্যাগনাস ক্লিংগার্ডের বিরুদ্ধে জিতেছে প্রিয়াংশু। তবে সহজেই ম্যাচ জিতেছে সাই চরণ কোয়া। সে ২১-১১, ২১-১৪ পয়েন্টে হারায় ক্যালি ফ্রেডহোমকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Badminton Gayatri Gopichand Pullela Gopichand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE