বিরাট কোহালি-স্টিভ স্মিথ লড়াইয়ে আইসিসি-র ভূমিকায় রীতিমতো বিস্মিত ফাফ দু প্লেসি। দু’জনের কাউকেই কোনও শাস্তি না দিয়ে কেন আইসিসি ছেড়ে দিল, সেটাই বুঝতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
রবিবার দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড টেস্টের পরে দু প্লেসির কাছে জানতে চাওয়া হয়েছিল কোহালি-স্মিথকে নিয়ে। যে ঝামেলায় আইসিসি দু’জনের কাউকেই দোষী সাব্যস্ত করেনি। যা মনে নিতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। রবিবার দু প্লেসি বলেন, ‘‘সত্যি বলতে আমি বেশ অবাকই হয়েছি যে দু’জনের কাউকে শাস্তি দেওয়া হল না দেখে।’’
দু প্লেসি আরও বেশি অবাক হয়েছেন, কারণ মাস কয়েক আগে তাঁকেই আইসিসি-র কোপে পড়তে হয়েছিল। সেই অভিজ্ঞতা টেনে এনেই দু প্লেসি বলছেন, ‘‘কেন আমি অবাক হয়েছি? আসলে অস্ট্রেলিয়ায় এর চেয়ে ছোট ব্যাপারের জন্য আমাকে অনেক বেশি ভুগতে হয়েছিল।’’