Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Football

মেক্সিকোর বিরুদ্ধে আজ কেমন হতে পারে ব্রাজিলের প্রথম একাদশ

ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন মেসি-রোনান্ডো-ইনিয়েস্তাদের মতো তারকারা৷ স্বাভাবিক ভাবেই সব ফোকাস আপাতত নেমারের দিকে৷ গোল পেলেও এখনও সে ভাবে ঝলক দেখাতে পারেননি ওয়ান্ডার কিড৷

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৮ ১১:৫৬
Share: Save:
০১ ১২
ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন মেসি-রোনান্ডো-ইনিয়েস্তাদের মতো তারকারা৷ স্বাভাবিক ভাবেই সব ফোকাস আপাতত নেমারের দিকে৷ গোল পেলেও এখনও সে ভাবে ঝলক দেখাতে পারেননি ওয়ান্ডার কিড৷ অন্য দুই তারকার মতো নেমারের অভিযান থমকে যাবে না তো? কেমন হবে আজ মেক্সিকোর বিরুদ্ধে ব্রাজিলের গেমপ্ল্যান, কেমনই বা হতে চলেছে একাদশ...

ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন মেসি-রোনান্ডো-ইনিয়েস্তাদের মতো তারকারা৷ স্বাভাবিক ভাবেই সব ফোকাস আপাতত নেমারের দিকে৷ গোল পেলেও এখনও সে ভাবে ঝলক দেখাতে পারেননি ওয়ান্ডার কিড৷ অন্য দুই তারকার মতো নেমারের অভিযান থমকে যাবে না তো? কেমন হবে আজ মেক্সিকোর বিরুদ্ধে ব্রাজিলের গেমপ্ল্যান, কেমনই বা হতে চলেছে একাদশ...

০২ ১২
আলিসন: গোলরক্ষকের দায়িত্ব সামলাবেন আলিসনই৷ চূড়ান্ত একাদশ থেকে বাদ তাঁকে বাদ দিয়ে বিকল্প পাওয়া মুশকিল৷

আলিসন: গোলরক্ষকের দায়িত্ব সামলাবেন আলিসনই৷ চূড়ান্ত একাদশ থেকে বাদ তাঁকে বাদ দিয়ে বিকল্প পাওয়া মুশকিল৷

০৩ ১২
থিয়াগো সিলভা: দলের অন্যতম বড় ভরসা। আজকের ম্যাচে তাঁর দলে থাকার সম্ভাবনা খুব বেশি।

থিয়াগো সিলভা: দলের অন্যতম বড় ভরসা। আজকের ম্যাচে তাঁর দলে থাকার সম্ভাবনা খুব বেশি।

০৪ ১২
মিরান্ডা: সেন্ট্রাল ডিফেন্ডার মিরান্ডার উপর দলের অনেকটাই ভরসা৷ আজকের ম্যাচে তাঁর ফর্মে থাকা না থাকা বিশেষ পার্থক্য গড়ে দিতে পারে৷

মিরান্ডা: সেন্ট্রাল ডিফেন্ডার মিরান্ডার উপর দলের অনেকটাই ভরসা৷ আজকের ম্যাচে তাঁর ফর্মে থাকা না থাকা বিশেষ পার্থক্য গড়ে দিতে পারে৷

০৫ ১২
মার্সেলো: দলের এই মুহূর্তে অন্যতম বড় ভরসা৷ সামান্য চোট আঘাতের সমস্যা রয়েছে৷ যদিও ব্রাজিলের অন্দরের খবর, চোট সারিয়ে প্রি কোয়ার্টারের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি থাকছেন৷

মার্সেলো: দলের এই মুহূর্তে অন্যতম বড় ভরসা৷ সামান্য চোট আঘাতের সমস্যা রয়েছে৷ যদিও ব্রাজিলের অন্দরের খবর, চোট সারিয়ে প্রি কোয়ার্টারের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি থাকছেন৷

০৬ ১২
ফ্যাগনার: আজকের ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য ফ্যাগনারের উপর ভরসা রাখছেন কোচ।

ফ্যাগনার: আজকের ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য ফ্যাগনারের উপর ভরসা রাখছেন কোচ।

০৭ ১২
পাওলনিহো: বার্সেলোনায় খেলা এই মিডফিল্ডারটিকে নেমারের সহযোগী হয়ে উঠতে হবে৷ আজকের ম্যাচে বিপক্ষকে তাদের আক্রমণ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা কার্যকর হয়ে উঠতে পারে৷

পাওলনিহো: বার্সেলোনায় খেলা এই মিডফিল্ডারটিকে নেমারের সহযোগী হয়ে উঠতে হবে৷ আজকের ম্যাচে বিপক্ষকে তাদের আক্রমণ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা কার্যকর হয়ে উঠতে পারে৷

০৮ ১২
কাসেমিরো: রিয়েল মাদ্রিদের অতি ভরসার মিডফিল্ডারটিকে আজকের ম্যাচে মাঝমাঠে কার্যকর হয়ে উঠতে হবে৷ নেমার বা কুটিনহোদের গোলের পাস দেওয়ার দায়িত্ব থাকবে তাঁর উপরেই।৷

কাসেমিরো: রিয়েল মাদ্রিদের অতি ভরসার মিডফিল্ডারটিকে আজকের ম্যাচে মাঝমাঠে কার্যকর হয়ে উঠতে হবে৷ নেমার বা কুটিনহোদের গোলের পাস দেওয়ার দায়িত্ব থাকবে তাঁর উপরেই।৷

০৯ ১২
কুটিনহো: ব্রাজিলীয় আক্রমণের অন্যতম ভরসা৷ ফর্মে থাকার আভাসও দিয়েছেন৷ নেমারের সঙ্গে জুটি ঠিক মতো কাজ করলে বিপক্ষের কপালে ভাঁজ পড়তে বাধ্য৷

কুটিনহো: ব্রাজিলীয় আক্রমণের অন্যতম ভরসা৷ ফর্মে থাকার আভাসও দিয়েছেন৷ নেমারের সঙ্গে জুটি ঠিক মতো কাজ করলে বিপক্ষের কপালে ভাঁজ পড়তে বাধ্য৷

১০ ১২
উইলিয়ান: দলের ভারসাম্য বজায় রাখার জন্য উইলিয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

উইলিয়ান: দলের ভারসাম্য বজায় রাখার জন্য উইলিয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

১১ ১২
নেমার: তাঁকে ঘিরে রয়েছে কোটি কোটি ফুটবল প্রেমীর স্বপ্ন৷ লিগ পর্বে গোল পেয়েছেন৷ কিন্তু, নামের প্রতি সুবিচার করতে পারেননি এখনও৷ এ বার ঝলসে ওঠার সময় এসে গিয়েছে৷ হাজার হোক তিনিই তো দলের প্রধান তারকা৷

নেমার: তাঁকে ঘিরে রয়েছে কোটি কোটি ফুটবল প্রেমীর স্বপ্ন৷ লিগ পর্বে গোল পেয়েছেন৷ কিন্তু, নামের প্রতি সুবিচার করতে পারেননি এখনও৷ এ বার ঝলসে ওঠার সময় এসে গিয়েছে৷ হাজার হোক তিনিই তো দলের প্রধান তারকা৷

১২ ১২
গ্যাব্রিয়েল জেসুস: দলের অন্যতম কনিষ্ঠ সদস্য৷ যদিও অন্যতম ভরসার পাত্র৷ আজকের ম্যাচে তিনি থাকছেন৷ 

গ্যাব্রিয়েল জেসুস: দলের অন্যতম কনিষ্ঠ সদস্য৷ যদিও অন্যতম ভরসার পাত্র৷ আজকের ম্যাচে তিনি থাকছেন৷ 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE