Advertisement
২১ মার্চ ২০২৩
FIFA World Cup 2022

হারার আগে জার্মানির প্রতিবাদ! ফিফাকে কড়া বার্তা দিয়ে মুখে হাত চাপা ন্যুয়েরদের

জাপানের বিরুদ্ধে ম্যাচের আগেই ফিফাকে প্রতারক, বিশ্বাসঘাতক উল্লেখ করে আদালতে নিয়ে যাওয়ার হুমকি দেয় জার্মানি। সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ল মাঠেও।

মুখ ঢেকে ছবি তুললেন জার্মানির ফুটবলাররা।

মুখ ঢেকে ছবি তুললেন জার্মানির ফুটবলাররা। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ২১:২৮
Share: Save:

ফিফার বিরুদ্ধে জার্মানির প্রতিবাদ ছড়িয়ে পড়ল মাঠেও। জাপানের বিরুদ্ধে নামার আগে দলের ছবি তোলার সময় প্রত্যেক ফুটবলার হাত দিয়ে মুখ চাপা দিয়ে দাঁড়ালেন। আনুষ্ঠানিক ভাবে কিছু না বলা হলেও মনে করা হচ্ছে, ফিফার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ কাজ করেছেন তারা।

Advertisement

জাপানের বিরুদ্ধে ম্যাচের আগেই ফিফাকে প্রতারক, বিশ্বাসঘাতক উল্লেখ করে আদালতে নিয়ে যাওয়ার হুমকি দেয় জার্মানি। সেই প্রতিবাদ যে ওখানেই থেমে যায়নি, এটা বোঝাতেই মাঠের মধ্যে মুখে হাত চাপা দিয়ে দাঁড়ান ফুটবলাররা। শুধু তাই নয়, জার্মানির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ন্যান্সি ফাসের হাতে ‘ওয়ানলাভ’ আর্মব্যান্ড দেখা যায়। তিনি ভিআইপি বক্সে বসে খেলা দেখছিলেন। তাঁর ঠিক পাশেই বসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

দোহায় নামার পর ফাসের বলেন, “যে ভাবে ফুটবল সংস্থাগুলিকে চাপে ফেলা হচ্ছে তা একেবারেই উচিত নয়। অত্যচার এবং বৈষম্যের বিরুদ্ধে ফিফা আমাদের পাশে দাঁড়াচ্ছে না, এটা ভাবাই যায় না। আধুনিক সময়ে এই কাজ একেবারেই ঠিক নয়।” জার্মান ফুটবল সংস্থা তার আগে বিবৃতি দিয়ে জানায়, দেশের ফুটবল সংস্থা যে মূল্যবোধে বিশ্বাস করে তার প্রতীক হিসাবেই আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিজেদের কথা বলার অধিকার চাওয়া হয়েছিল। কোনও রাজনৈতিক বার্তা দিতে চাওয়া হয়নি।

জার্মানির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ন্যান্সি ফাসের হাতে ‘ওয়ানলাভ’ আর্মব্যান্ড।

জার্মানির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ন্যান্সি ফাসের হাতে ‘ওয়ানলাভ’ আর্মব্যান্ড। ছবি: রয়টার্স

প্রসঙ্গত, কাতার প্রশাসনের বৈষম্যমূলক আইনের প্রতিবাদে ইউরোপের সাতটি দেশের অধিনায়কেরা ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফিফা কড়া নির্দেশিকা জারি করে এবং উয়েফার উপর চাপ তৈরি করায় সুর নরম করতে বাধ্য হয়েছে দেশগুলি। সেই সাত দেশের অন্যতম জার্মানি ফিফার এই আচরণ মেনে নিতে পারছে না। তাই জাপানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরুর আগেই ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় জার্মানির ফুটবল সংস্থা। ক্ষোভপ্রকাশ করে সংস্থার এক কর্তা বলেন, ‘‘আমাদের একটা চরম পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছিল। এক রকম ব্ল্যাকমেল করা হয়েছে। ওরাই আমাদের এই পথে যেতে বাধ্য করেছে।’’

Advertisement

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ফিফার বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে জার্মান ফুটবল সংস্থা। শাস্তি এড়াতে জার্মানির অধিনায়ক ম্যানুয়াল ন্যয়ার বুধবার জাপান ম্যাচে ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী না পরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও জার্মানির ফুটবল সংস্থা এত সহজে ছেড়ে দেওয়ার কথা ভাবছে না। ক্রীড়া আদালত থেকে ফিফার নির্দেশের উপর স্থগিতাদেশ আনতে চায় তারা। রবিবার স্পেনের বিরুদ্ধে ন্যয়ার যাতে ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী পরেই মাঠে নামতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে জার্মানির ফুটবল নিয়ামক সংস্থা। বুধবারই ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে লুসানের আন্তর্জাতিক ক্রীড়া আদালতের আবেদন জানিয়েছে জার্মানি। পাশাপাশি জরুরি ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে শুনানির আবেদন করা হয়েছে।

জার্মানির ফুটবল সংস্থার কর্তা স্টিফেন সিমোন বলেন, ‘‘প্রতিযোগিতার ডিরেক্টর ইংল্যান্ড শিবিরে গিয়ে এক রকম হুঁশিয়ারি দিয়ে এসেছেন। শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ তোলা হবে বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য আমাদের যুক্তিগ্রাহ্য মনে হয়নি। আমরাই প্রথম ‘ওয়ান লব’ বাহুবন্ধনী পরার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে ইংল্যান্ড-সহ ছ’টি দেশকে পাশে পেয়েছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমরা প্রাথমিক ভাবে ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী না পরার সিদ্ধান্ত নিলেও এটাই চূড়ান্ত নয়। বিষয়টা আমাদের কাছে খুবই দুঃখের। আমরা মানুষগুলো একই আছি। আমাদের মূল্যবোধের কোনও পরিবর্তন হয়নি। আমরা ওই ধরনের প্রতারক নই, যারা প্রথমে নিজেদের মূল্যবোধের দাবি করেও পরে অবস্থান বদলে ফেলে। আমরা বিশ্বাসঘাতক নই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.