সৌদি আরব ছেড়ে কয়েক সপ্তাহ আগেই তিনি নিজের দেশে ফিরেছেন। ছোটবেলার ক্লাব স্যান্টোসে যোগ দিয়েছেন। সেই ক্লাবের হয়ে প্রথম গোল করলেন নেমার। তার পরেই বার্সেলোনা ফেরা নিয়ে জল্পনা শুরু হয়ে গেল। সেই নিয়ে কথা বলেছেন নেমারের বাবাও।
রবিবার রাতের ম্যাচে সাও পাওলোর ক্লাব আগুয়া সান্তার বিরুদ্ধে ৩-১ জিতেছে স্যান্টোস। নেমার একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন। যদিও এই ম্যাচেও তিনি পুরো ৯০ মিনিট খেলতে পারেননি, যা তাঁর ফিটনেস নিয়ে আবার প্রশ্ন তুলেছে।
এ দিকে, নেমারের বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের একাধিক সংবাদমাধ্যম। তাদের দাবি, স্যান্টোসে ছ’মাসের চুক্তি নেমারের। তা সম্পূর্ণ করে পরের গ্রীষ্মেই বার্সেলোনায় যোগ দিতে পারেন তিনি। নিজে কতটা ফিট এবং এখনও ফুটবলকে কিছু দেওয়ার বাকি রয়েছে তাঁর, এটা বোঝাতেই নাকি স্যান্টোসে ফিরেছেন তিনি। ঘনিষ্ঠদের দাবি, এখনও ইউরোপে খেলতে মরিয়া নেমার।
তবে আপাতত এই সম্ভাবনা নস্যাৎ করেছেন নেমার সিনিয়র। বলেছেন, “আমরা এখানে (ব্রাজিলে) পাঁচ মাসের জন্য আসিনি। স্যান্টোসের দলটাকে নতুন করে সাজিয়ে দিতে এসেছি। কী ভাবে তারা আবার ফুটবলের মূলস্রোতে ফিরতে পারে, তা বোঝাতে এসেছি। এখন ক্লাবের কঠিন সময় চলছে। তার মধ্যেও ওরা নেমারকে ফিরিয়ে এনেছে।”
আরও পড়ুন:
এই স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেমার। ২০১৪-২০১৭ পর্যন্ত খেলেছিলেন। ২০১৫ সালে ক্লাবের হয়ে ত্রিমুকুট জিতেছিলেন। নীল-লাল জার্সি গায়ে ১৮৬টি ম্যাচে ১০৫টি গোল করেছিলেন। ছিল ৭৬টি অ্যাসিস্টও। এর পর রেকর্ড অর্থে যোগ দেন ফ্রান্সের ক্লাব প্যারিস সঁ জরমেঁ।