দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে এই মূহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। প্রথম দুই টেস্টে লড়াই থাকলেও, ওভালের তৃতীয় টেস্টে কার্যত স্টোকসের কাছেই হার স্বীকার করতে হয় প্রোটিয়াদের।
তৃতীয় টেস্টের প্রথমেই স্টোকসের ১১২ রানের ইনিংস শুরুতেই ব্যবধান তৈরি করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও ভেল্কি দেখায় স্টোকস। ম্যাচের শেষ দিনে পরপর তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।