Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ইরানিতে ইতিহাস হনুমার

ইরানি কাপে সেঞ্চুরির হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হনুমা বিহারী। তাঁর ব্যাটিংয়ের দাপটে বিদর্ভের সামনে জেতার জন্য ২৮০ রানের লক্ষ্য রাখে অবশিষ্ট ভারত দল।

নজির: ইরানি কাপে সেঞ্চুরির হ্যাটট্রিক হনুমার। —ফাইল চিত্র।

নজির: ইরানি কাপে সেঞ্চুরির হ্যাটট্রিক হনুমার। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০৬
Share: Save:

ইরানি কাপে সেঞ্চুরির হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হনুমা বিহারী। তাঁর ব্যাটিংয়ের দাপটে বিদর্ভের সামনে জেতার জন্য ২৮০ রানের লক্ষ্য রাখে অবশিষ্ট ভারত দল।

দুরন্ত ছন্দে থাকা ২৫ বছর বয়সি হনুমা ম্যাচের চতুর্থ দিন সেঞ্চুরি করেন। ফলে পরপর দুই ইনিংসে তিন অঙ্কে পৌঁছনোর পাশাপাশি ইরানি কাপে তৃতীয় সেঞ্চুরির নজিরও গড়ে ফেলেন তিনি। যে রেকর্ড এর আগে কেউ দেখাতে পারেননি। গত বছর অবশিষ্ট ভারতের হয়ে ইরানি কাপে ১৮৩ রান করেছিলেন তিনি। সে বারও বিপক্ষ ছিল বিদর্ভই।

এ বারের ইরানি কাপে হনুমার দু’ইনিংসে রান যথাক্রমে ১১৪ এবং অপরাজিত ১৮০। তাঁর সেঞ্চুরি ছাড়া দ্বিতীয় ইনিংসে অবশিষ্ট ভারতের হয়ে টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে ৮৭ এবং শ্রেয়স আইয়ার ৫২ বলে ৬১ রান করেন। ফলে দ্বিতীয় ইনিংসে অবশিষ্ট ভারত ৩৭৪-৩ তুলে ছেড়ে দেয়।

এ দিকে, জয়ের জন্য ২৮০ রান তাড়া করতে নেমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ ৩৭ রানের মধ্যেই এক উইকেট হারিয়েছে। এখনও ২৪৩ রান করতে হবে তাদের। অক্ষয় কার্নেওয়ারের সেঞ্চুরি তৃতীয় দিন বিদর্ভকে প্রথম ইনিংসে ৯৫ রানে এগিয়ে দিতে সাহায্য করেছিল। কিন্তু অবশিষ্ট ভারতকে লড়াইয়ে ফেরায় হনুমা এবং রাহানে। তৃতীয় উইকেট জুটিতে ২২৯ রান তোলেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Irani Trophy Hanuma Vihari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE