Advertisement
E-Paper

রায়ুডু, রাহুলদের প্রতিযোগিতা বাড়াচ্ছেন বিহারী, চার নম্বরের সমস্যা কি দূর হবে?

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার হনুমা বিহারী মনে করেন চার নম্বরে ব্যাট করার যোগ্য তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১৪:০৮
হনুমা বিহারী (ডান দিকে) কি চার নম্বরের শূন্যস্থান ভরাট করতে পারবেন? ছবি: পিটিআই।

হনুমা বিহারী (ডান দিকে) কি চার নম্বরের শূন্যস্থান ভরাট করতে পারবেন? ছবি: পিটিআই।

ওয়ানডেতে ভারতের হয়ে চার নম্বর পজিশনে ব্যাট করতে নামবেন কে? এ নিয়ে জল্পনা তুঙ্গে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অম্বাতি রায়ুডু ব্যর্থ হয়েছেন। চার নম্বর স্লট নিয়ে চলছে আলোচনা। উঠে আসছে লোকেশ রাহুল, বিজয় শঙ্করদের নাম। এখনও পর্যন্ত কেউ সেই ভাবে নির্ভরতা জোগাতে পারেননি এই পজিশনে।

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার হনুমা বিহারী মনে করেন চার নম্বরে ব্যাট করার যোগ্য তিনি। বিহারীর দাবি, ‘‘চার নম্বরে ব্যাট করতে গেলে টেকনিক দরকার। সেটা আমার আছে বলেই মনে করি। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা আমার রয়েছে। চার নম্বরে ব্যাট করার দক্ষতা আমার রয়েছে।’’

খেলার কুইজ

ইংল্যান্ডে অভিষেক ঘটেছিল বিহারীর। জীবনের প্রথম টেস্ট ইনিংসেই অর্ধশতরান করেছিলেন তিনি। ২৬ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে জীবনের প্রথম ইনিংসে পঞ্চাশের গণ্ডি পেরিয়েছিলেন হনুমা। সেটা ছিল টেস্ট ক্রিকেট। ওয়ানডে সম্পূর্ণ অন্য ফরম্যাট। নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য বিহারী সামনে পাচ্ছেন কেবল আইপিএল। সেটা আবার টি টোয়েন্টি ফরম্যাট।

আরও পড়ুন: মেয়ে নয়, অন্য ‘সামাইরা’র জন্য আদর পাঠালেন রোহিত

আরও পড়ুন: মাহি ভাই বাঁচিয়েছে আমার কেরিয়ার, বলছেন ইশান্ত

২৫ বছর বয়সি ক্রিকেটার আইপিএলকেই পাখির চোখ করছেন। বলছেন, ‘‘আইপিএলে ভাল খেলতে হবে। বাকিটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের উপর। এই বছরের টুর্নামেন্টকে কাজে লাগাতে হবে।’’

আইপিএল একেবারেই অন্য ধরনের টুর্নামেন্ট। ধুন্ধুমার ব্যাটিং করে প্রচারের আলো কেড়ে নেন ব্যাটসম্যানরা। ব্যকরণ বহির্ভূত শট খেলা হয় প্রচুর। বিহারী কি যখন তখন বোলারকে তুলে ফেলতে পারবেন গ্যালারিতে? তিনি বলছেন, ‘‘আগে যখন আইপিএলে খেলেছি, তখন আমার ব্যাটিংয়ে স্ট্রেন্থ কম ছিল। যে কোনও মুহূর্তে বাউন্ডারি পার করতে পারতাম না। এখন আমার মধ্যে সেই ক্ষমতা এসেছে বলেই মনে করি। সনাতনী শট খেলেও আমি বাউন্ডারি মারতে পারি। কেন উইলিয়ামসন, বিরাট কোহালির মতো ব্যাটসম্যানরা ব্যকরণ মেনে শট খেলে ভাল স্ট্রাইক রেট বজায় রাখে। ওরা যে ভাবে খেলে, আমি তা অনুসরণ করি।’’

এ বারের আইপিএলে দেশের নির্বাচকদের চোখ থাকবে হনুমা বিহারীর উপরেও।

Hanuma Vihari IPL ODI Indian Cricketer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy