গত ১৩ জানুয়ারি থেকে চোটের কারণে তিনি মাঠের বাইরে। কবে ফের খেলতে দেখা যাবে টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেনকে?
টটেনহ্যামের ম্যানেজার এই বিষয়ে খোলাখুলি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন হ্যারি কেন পুরোপুরি ফিট না হলে তাঁকে মাঠে নামানো হবে না। মাউরিসিয়ো পোচেত্তিনো বলেছেন, ‘‘হ্যারিকে দশ দিন আগেও যদি এই প্রশ্নটা করা হত, তা হলেও বলত মাঠে নামতে তৈরি। কিন্তু চোট সারিয়ে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে মাঠে ফিরে আসতে হয়।’’
হ্যারি চোট পেয়ে ছিটকে যাওয়ায় টটেনহ্যাম নিঃসন্দেহে ধাক্কা খেয়েছে। যেটা তাদের খেলায় দেখা গিয়েছে। পোচেত্তিনো বলেছেন, ‘‘হ্যারির ক্ষেত্রে বলব, ও ঠিক ভাবেই এগোচ্ছে। সব খেলোয়াড়ই প্রথম সুযোগে মাঠে নেমে পড়তে চায়। আর হ্যারি তো এ ব্যাপারে সবার আগে। যেন মেশিন। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে।’’