Advertisement
২৫ এপ্রিল ২০২৪
টিকিট বয়কট বাগানের

ভারতসেরার স্পনসর নেই কলকাতা লিগে

মোহনবাগান জার্সি থেকে উধাও স্পনসরের নাম! কুড়ি বছর পর! রবিবার বারাসত স্টেডিয়ামে মিনি ডার্বি দিয়ে মরসুম শুরু করছে আই লিগ চ্যাম্পিয়ন টিম। অথচ তাদের জার্সিতে থাকছে না কোনও প্রধান কোম্পানির লোগো। বদলে ক্লাব প্রেসিডেন্টের নিজস্ব কোম্পানির নাম লেখা থাকবে কাতসুমিদের জার্সিতে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০৪:১২
Share: Save:

মোহনবাগান জার্সি থেকে উধাও স্পনসরের নাম! কুড়ি বছর পর! রবিবার বারাসত স্টেডিয়ামে মিনি ডার্বি দিয়ে মরসুম শুরু করছে আই লিগ চ্যাম্পিয়ন টিম। অথচ তাদের জার্সিতে থাকছে না কোনও প্রধান কোম্পানির লোগো। বদলে ক্লাব প্রেসিডেন্টের নিজস্ব কোম্পানির নাম লেখা থাকবে কাতসুমিদের জার্সিতে।

কবে এ রকম গুরুত্বপূর্ণ ম্যাচের টিকিটও বয়কট করেছে মোহনবাগান? অতীতে ইডেনের ক্রিকেটের টিকিট বয়কট করে তা নিজেদের ক্লাব লনে দাঁড়িয়ে পুড়িয়েছিলেন বাগান কর্তারা। তেরো বছর আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ম্যাচেরই টিকিট বয়কট! তাও মহমেডান ম্যাচের! ভিআইপি টিকিটও না নেওয়ায় রবিবার মাঠে যাচ্ছেন না কোনও বাগান কর্তাও। স্পনসর এবং টিকিট— জোড়া বিতর্ক সঙ্গী করে বাগানের নতুন মরসুম শুরু, এ রকম ঘটনা একশো পঁচিশ বছরের সবুজ-মেরুন ইতিহাসে সম্ভবত কখনও হয়নি।

ভারতসেরা ফুটবল ক্লাব, অথচ তাদের কোনও স্পনসর নেই। তা হলে কী ভাবে চলবে আপনাদের টিম? বাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘সমস্যা চলছে। তা থেকে উদ্ধারের চেষ্টাও চলছে। অনেকগুলো স্পনসরের সঙ্গে কথা চলছে। সপ্তাহ খানেকের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে আশা করছি।’’ ক্লাব সূত্রের খবর, ‘ম্যাকডাওয়েল’-এর বর্তমান ম্যানেজমেন্টের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা করছেন বাগান কর্তারা। শেষ পাঁচ বছর ক্লাব তাঁবুতে কোনও ট্রফি না ঢুকলেও বাগানের প্রধান স্পনসর ম্যাকডাওয়েলের লোগো জার্সিতে ছিল। কিন্তু ওই কোম্পানির মালিকানা হস্তান্তর হওয়ার পর থেকেই তৈরি হয়েছে জটিলতা। আদালতে গেলেও কবে এর মীমাংসা হবে, কারও জানা নেই। ক্ষুব্ধ অর্থসচিব বললেন, ‘‘আইএফএ বা ফেডারেশন কর্তারা স্পনসরের ব্যাপারে কোনও সাহায্যই করেনি।’’ স্পনসর সমস্যার মধ্যেই আবার কলকাতা লিগের প্রথম ম্যাচে বাগানে টিকিট বিতর্ক তীব্র আকার নিয়েছে। রবিবার মিনি ডার্বি, অথচ শুক্রবার রাতে টিকিট এসেছে পুলিশের কাছ থেকে। সমর্থকদের কাছে তা কবে কখন বিক্রি হবে কেউ জানে না। মোহনবাগান জানিয়ে দিয়েছে, তারা কোনও টিকিট নেবে না। আইএফএ আবার ঠিক করেছে দুই প্রধানের মাঠ থেকে টিকিট বিক্রি করবে। তীব্র সমালোচনার মুখে পড়ে পুলিশ চার হাজার থেকে বাড়িয়ে ছয় হাজার একশো দর্শক ঢোকার অনুমতি দিয়েছে। যা স্টেডিয়ামের মোট আসন সংখ্যার অর্ধেকেরও কম।

বাগানের অর্থ সচিব বললেন, ‘‘নিয়মানুযায়ী আমাদের সদস্যদের বিনা পয়সায় খেলা দেখতে দেওয়ার কথা। পুরো টিকিট আমাদের দিলেও তা সবাইকে দেওয়া যাবে না। আমাদের সদস্যই তো নয় হাজারের বেশি। তাই ভিআইপি শুদ্ধু কোনও টিকিটই আমরা নেব না। আইএফএ টিকিট বিক্রি করলে করুক।’’ মহমেডানের দাবি তাদের সদস্য সংখ্যা তিন হাজার। সাদা-কালো শিবিরও শুক্রবার রাত পর্যন্ত জানে না কত টিকিট পাবে। সহসচিব রাজু আহমেদ বললেন, ‘‘কত টিকিট দেওয়া হবে তা দেখে আমরা টিকিট নেব কি না সিদ্ধান্ত নেব।’’ দুই প্রধান টিমের কর্তা, পুলিশের বাড়াবাড়িতে তীব্র সমস্যায় আইএফএ কর্তারা। এর মধ্যেই আবার মোহনবাগান মাঠ তৈরি না হয়ে ওঠায় কাতসুমিদের সব ম্যাচ সরিয়ে দেওয়া হল বারাসতে। গত কয়েক বছরের মতো এ বারও মাঠ প্রস্তুতে চূড়ান্ত ব্যর্থ বাগান কর্তারা। ফলে কলকাতা লিগ বেঙ্গল লিগ হয়ে থাকছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE