ডেনমার্ককে ৩-২ হারিয়ে শুক্রবার প্রথম বার টমাস কাপের ফাইনালে উঠে ভারতীয় ব্যাডমিন্টন ইতিহাসে নজির গড়েছেন পুরুষ খেলোয়াড়েরা। আজ, রবিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী ইন্দোনেশিয়া। যারা এই প্রতিযোগিতায় ১৪ বারের বিজয়ী।
প্রতিযোগিতায় ২০১৬ সালের চ্যাম্পিয়ন ডেনমার্ক ও পাঁচ বারের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে ভারত। সে কারণেই এইচ এস প্রণয়, কিদম্বি শ্রীকান্তদের মনোবল তুঙ্গে। অপর দিকে ইন্দোনেশিয়া এ বারের প্রতিযোগিতায় এ পর্যন্ত অপরাজিত। সেখানে ভারত হেরেছে মাত্র একটি ম্যাচ। চিন তাইপের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচে। কিন্তু সে সব পরিসংখ্যান নিয়ে না ভেবে ভারতীয় দল এ বার ইন্দোনেশিয়াকে হারিয়ে টমাস কাপ জিতে ফের ইতিহাস গড়তে মুখিয়ে।
ফাইনালে শ্রীকান্ত খেলতে পারেন বিশ্বের আট নম্বর খেলোয়াড় জোটাটন ক্রিস্টির বিরুদ্ধে। যিনি সুইস ওপেনে খেতাব জিতে ও কোরীয় ওপেন এবং এশীয় চ্যাম্পিয়নশিপে রানার্স হয়ে ছন্দে রয়েছেন। ব্যক্তিগত দ্বৈরথে তাঁর বিরুদ্ধে শ্রীকান্ত পিছিয়ে ৪-৫ ফলে। এ বার শ্রীকান্ত নতুন কিছু করবেন, এই আশাতেই বুক বাঁধছেন ভারতীয়েরা।