রবিবারের সকাল ন’টা। ডিএলটিএ-র গ্লাস হাউসের ভিআইপি ব্রেকফাস্ট লাউঞ্জে লিয়েন্ডার পেজের সঙ্গে দেখা হতে হেসে বললেন, ‘‘একটা স্কুপ দিচ্ছি। আজ প্রথম রিভার্স সিঙ্গলসে ওরা অ্যাডাম পাভলাসেককে খেলাবে কি না সকালেও অনেকক্ষণ ভেবে শেষমেশ ভেসেলিকেই নামাচ্ছে। যার মানে ভেতরে ভেতরে চাপে আছে চেকরা। গতকাল ডাবলসেও রসোলকে প্রায় খেলিয়েই দিয়েছিল। শেষ মুহূর্তে অ্যাডামকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়।’’
এবং পরপর দু’দিন চেক প্রজাতন্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত যে কতটা ঠিক সেটা ডেভিস কাপের এই ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ টাইয়ে প্রমাণিত। শুক্রবার দিল্লির প্রচণ্ড গরমে বেহাল জিরি ভেসেলি ৪৮ ঘণ্টার মধ্যেই গোটা আবহের সঙ্গে মানিয়ে নিয়ে স্ট্রেট সেটে য়ুকি ভামব্রিকে হারিয়ে শেষ তিন বছরে দু’বারের ডেভিস চ্যাম্পিয়নদের ওয়ার্ল্ড গ্রুপে রেখে দিলেন। আর অনতিক্রম্য ১-৩ স্কোরলাইনে পিছিয়ে ভারতের অবস্থা ‘আসছে বছর আবার হবে’ গোছের। টানা চার বছর চলছে সোমদেবদের তীরে এসে তরি ডোবার কাহিনি। এ বার তো সম্মানজনক ২-৩ করারও সুযোগ হল না। ভরদুপুরের দাবদাহে নিয়মরক্ষার শেষ ‘রাবার’ (সোমদেব বনাম রসোল) দু’দেশের নন-প্লেয়িং ক্যাপ্টেনরা না খেলার ব্যাপারে সহমত হওয়ায় শেষ ম্যাচ বাতিল হয়ে যায়।
পরের ডেভিসে ভারত এশিয়ান জোনালের এক নম্বর গ্রুপেই টিকে গেল। তবে জাপান যদি কাল (ভারতীয় সময়ে রবিবার শেষ রাতে) ওয়ার্ল্ড গ্রুপের প্রথম রাউন্ডে হেরে এশিয়ান জোনালে নেমে আসে তা হলে য়ুকিদের সমস্যা আরও বাড়বে। সে ক্ষেত্রে বিশ্বের পাঁচ নম্বর তারকা নিশিকোরির দেশ স্বভাবতই বাছাই হিসেবে জোনাল সেমিফাইনাল থেকে খেলবে। পরের জুলাইয়ে। এবং একটা টাই জিতলেই প্লে-অফে খেলার সুযোগ। ভারতকে সেখানে প্লে-অফে উঠতে আগামী ফেব্রুয়ারিতে প্রথম রাউন্ড থেকে লড়তে হবে।