Advertisement
২০ এপ্রিল ২০২৪

যুব টেস্টে অনন্য কীর্তি পবনের

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ২৮২ রানের অসাধারণ একটি ইনিংস খেলে। ইনিংসটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠল পবনের টানা ছ’টি বাউন্ডারির সৌজন্যে।

 নায়ক: যুব টেস্টে বড় রানের নজির পবনের। —ফাইল চিত্র।

 নায়ক: যুব টেস্টে বড় রানের নজির পবনের। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০৪:৪১
Share: Save:

চমকে দিলেন পুণের পবন শাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ২৮২ রানের অসাধারণ একটি ইনিংস খেলে। ইনিংসটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠল পবনের টানা ছ’টি বাউন্ডারির সৌজন্যে। শেষ টেস্টের দ্বিতীয় দিন ভারত তুলল ৬১৩ রান। ৮ উইকেটে। ১৮ বছরের পবন আউট হতেই ভারত বুধবার হামবানটোটার এই টেস্টে প্রথম ইনিংসে ডিক্লেয়ার করে দেয়। মাত্র ১৮ রানের জন্য পবনের ত্রিশতরান হাতছাড়া হয়। তাঁর ২৮২ এসেছে ৩৩২ বলে। মেরেছেন ৩৩টি বাউন্ডারি এবং একটি ছক্কা। আর একটু ধরে খেললে পবন হয়তো বিশ্বরেকর্ডও করে ফেলতেন। অনূর্ধ্ব ১৯ আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বাধিক রান অস্ট্রেলিয়ার ক্লিন্টন পিকের অপরাজিত ৩০৪। যা তিনি করেছিলেন মেলবোর্নে ১৯৯৫ সালে ভারতের বিরুদ্ধেই। তবে পবনও এ দিন দুরন্ত ব্যাট করেছেন। বিশেষ করে বাঁ হাতি পেসার বিচিত্র পেরিরার এক ওভারে তাঁর টানা ছ’টি বাউন্ডারি নিয়ে প্রচুর হইচই হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Pawan Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE