ভারতের স্কোর- ৬৮৭/৬ (ডিক্লেয়ার)
বাংলাদেশ- ৪১/১
ভারতের তৈরি পর্বতপ্রমাণ রানের জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষ এক উইকেট খুইয়ে বাংলাদেশের স্কোর ৪১। সৌম সরকার মাত্র ১৫ রানে উমেশ যাদবের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ৬৮৭ রান করে ডিক্লেয়ার করে ভারত। ভারতের পঞ্চম সর্বোচ্চ স্কোর হল বাংলাদেশের বিরুদ্ধে এই ইনিংস।
***************************************************
ভারতের স্কোর- ৬৮৭/৬ (ডিক্লেয়ার)
অবশেষে ভারতের ব্যাটিং দাপট ৬৮৭ রানে থামল। ৬ উইকেট হারিয়ে। তিনটি অর্ধশতরান, দুটি শতরান এবং একটি দ্বিশতরানে সাজানো ভারতের প্রথম ইনিংস। ঋদ্ধিমান সাহার ১০৬ এবং রবীন্দ্র জাদেজা ৬০ রানে অপরাজিত থাকলেন। এক নজরে দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য স্কোর।
মুরলী বিজয়- ১০৮
চেতেশ্বর পূজারা- ৮৩
বিরাট কোহালি- ২০৪
আজিঙ্ক রাহানে- ৮২
ঋদ্ধিমান সাহা- ১০৬ অপরাজিত
রবীন্দ্র জাদেজা- ৬০ অপরাজিত
***************************************************
ভারতের স্কোর- ৬৭৫/৬
ঋদ্ধির সিদ্ধি লাভ। ২০১৬-তে কেরিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরির পর বাংলাদেশের বিরুদ্ধে ফের সেঞ্চুরি হাঁকালেন ঋদ্ধিমান সাহা। ৭টি চার এবং দুটি ছয় দিয়ে সাজানো তাঁর এই ইনিংস।
কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি ঋদ্ধির। ছবি- এএফপি
***************************************************
ভারতের স্কোর- ৬৩৯/৬
সেঞ্চুরির পথে এগোচ্ছেন ঋদ্ধিমান সাহা। ৮৭ রানে ব্যাট করছেন তিনি। রবীন্দ্র জাদেজা রয়েছেন ২৮ রানে। ৬৮ রানের পার্টনারশিপ হয়ে গিয়েছে এই দুই জুটির।
***************************************************
ভারতের স্কোর- ৬১৪/৬
৬০০-র গণ্ডি পেরিয়ে গেল কোহালিরা। ঋদ্ধির ব্যাটং দাপটে কার্যত নাকানিচোবানি খাচ্ছে বাংলাদেশি বোলাররা। ৭৮ রানে ব্যাট করছেন তিনি। সঙ্গে ‘স্যর’ রবীন্দ্র জাদেজার যোগ্য সঙ্গ ১৫ রানের।
***************************************************
ভারতের স্কোর- ৫৯৪/৬
ঋদ্ধিমান সাহা অর্ধশতারন পূর্ণ করলেন। এখন ৬২ রানে খেলছেন তিনি। ৫টি চার এবং একটি ছয় রয়েছে তাঁর এই দুর্দান্ত ইনিংসে। রবীন্দ্র জাদেজা ব্যাট করছেন ১০ রানে।
***************************************************
ভারতের স্কোর- ৫৬৯/৬
রবিচন্দ্রন অশ্বিন ৩৪ রানে আউট। হাসান মিরাজের বলে অশ্বিন সৌম সরকারের হাতে।
***************************************************
ভারতের স্কোর- ৫৪৩/৫
১৩৪ তম ওভারে পরপর দুটো চার মারলেন অশ্বিন। ঋদ্ধি এবং অশ্বিন দু’জনেই দৌড়াচ্ছানে একই সঙ্গে। দু’জনেই ২৮ রানে ব্যাট করছেন।
***************************************************
ভারতের স্কোর- ৫০৩/৫
ডবল সেঞ্চুরির পরের ওভারেই তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে যান বিরাট কোহালি। মাত্র ২৪৬ বলে রান করলেন ২০৪। চারটি চার রয়েছে তাঁর এই ইনিংসে।
দ্বিশতরান বিরাটের। ছবি-এএফপি
***************************************************
ভারতের স্কোর- ৪৯৩/৪
চাওড়া ব্যাটে নয়া নজির বিরাট কোহালির। চার মেরে দ্বিশতরান পূর্ণ করলেন। পরপর চারটে সিরিজে ডবল সেঞ্চুরি করলেন বিরাট। এর আগে এমন নজির ব্র্যাডম্যান এবং রাহুল দ্রাবিড়ের ছিল।
একটু ব্রেক নিয়ে... ছবি- এএফপি
***************************************************
ভারতের স্কোর- ৪৭৭/৪
লাঞ্চে ভারতে স্কোর দাঁড়াল ৪৭৭। ৪ উইকেট হারিয়ে। বিরাট কোহালি দ্বিশতরানের দোরগোড়ায়। ঋদ্ধিমান সাহা ব্যাট করছেন মাত্র ৪ রানে। লাঞ্চের পরেই যদি ডবল সেঞ্চুরি করে ফেলেন তাহলে কোহালির কেরিয়ারে চারটি ডবল সেঞ্চুরির নজির থাকবে।
***************************************************
ভারতের স্কোর- ৪৬২/৪
সেঞ্চুরি হাতছাড়া আজিঙ্ক রাহানের। ৮২ রানে আউট হয়ে গেলেন তিনি। তাইজুলের বলে শর্ট কভারে আজিঙ্কর দুর্দান্ত ক্যাচ ধরলেন হাসান মিরাজ। এখন ব্যাট করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা। ১৭৬ রানে ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহালি।
***************************************************
বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলের কোনও সুবিধা করতে পারল না তাসকিন-রাব্বিরা। হাল্কা মেজাজে বিরাট কোহালি এবং আজিঙ্ক রাহানে শুরু করলেন শুক্রবারের সকাল। ৯৮ ওভারের মাথায় রাহানে কেরিয়ারের নবম অর্ধ শতরান পূর্ণ করে ফেলেন। তার ৩ ওভার পরেই বিরাট কোহালিও ১৫০ রান পূর্ণ করলেন। দলও ৪০০ গণ্ডি পেরিয়ে রানের পাহাড় গড়তে চলেছে।
বৃহস্পতিবার কোহালিরা ৩ উইকেট হারিয়ে ৩৫৬ রানে শেষ করেন প্রথম দিন। দিনের শেষে বিরাট ১১১ এবং আজিঙ্ক রাহানে ৪৫ রানে অপরাজিত ছিলেন। সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহালি।