Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৮ অক্টোবর ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

দ্রুততম ভারতীয় হিসেবে ওয়ানডে ফরম্যাটে ১০০ উইকেট শামির

ভারতীয়দের মধ্যে ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ১০০ উইকেটের তালিকায় এখন পরপর থাকলেন শামি (৫৬ ম্যাচ), ইরফান (৫৯ ম্যাচ), জাহির খান (৬৫), অজিত আগরকর (৬

নিজস্ব প্রতিবেদন
নেপিয়ার ২৩ জানুয়ারি ২০১৯ ১০:১৩
Save
Something isn't right! Please refresh.
দুরন্ত শামি বিশ্বকাপের স্কোয়াডে থাকার দাবি জোরালো করলেন। ছবি: এএফপি।

দুরন্ত শামি বিশ্বকাপের স্কোয়াডে থাকার দাবি জোরালো করলেন। ছবি: এএফপি।

Popup Close

একদিনের ক্রিকেটে ১০০ উইকেট নিতে ইরফান পাঠানের লেগেছিল ৫৯ ম্যাচ। তিনিই এতদিন ছিলেন ভারতীয়দের মধ্যে দ্রুততম। বুধবার ইরফানকে টপকে গেলেন মহম্মদ শামি। শততম উইকেটে পৌঁছতে তাঁর লাগল ৫৬ ওয়ানডে।

২০১৮ সালে খুব একটা একদিনের ম্যাচে খেলেননি শামি। পারিবারিক সমস্যা ঘিরে ধরেছিল তাঁকে। ক্রমশ তা পিছনে ফেলে এসেছেন তিনি। টেস্টে পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন। নতুন বছরের গোড়ায় অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের একদিনের সিরিজেও ভরসা দিয়েছেন দলকে।

সিডনিতে প্রথম ম্যাচে যদিও নতুন বল দেওয়া হয়নি তাঁকে। তৃতীয় পেসার হিসেবে এসেছিলেন আক্রমণে। অ্যাডিলেড ও মেলবোর্নে অবশ্য ভুবনেশ্বর কুমারের সঙ্গে নতুন বল হাতে শামিই দৌড়ে আসেন। তিন ম্যাচে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট। ভুবনেশ্বর (৮ উইকেট) ও যুজভেন্দ্র চহালের (৬ উইকেট) পর তিনিই ছিলেন ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটসংগ্রহকারী।

Advertisement

নিউজিল্যান্ডেও তাই হয়েছে। নেপিয়ারে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম একদিনের ম্যাচে দুই কিউই ওপেনারকেই আউট করেছেন তিনি। তাঁর শততম শিকার হলেন ডানহাতি ওপেনার মার্টিন গাপ্টিল।

আরও পড়ুন: সব রেকর্ড ভেঙে দেবে বিরাট, বলছেন জাহির

জের পঞ্চম বলেই তাঁকে বোল্ড করেন শামি। নিজের দ্বিতীয় ওভারে শামি ফের বোল্ড করেন বাঁ-হাতি ওপেনার কলিন মুনরোকে। আর দ্বিতীয় স্পেলে ফিরে এসে নিলেন মিচেল স্যান্টনারের উইকেট।


ভারতীয়দের মধ্যে ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ১০০ উইকেটের তালিকায় এখন পরপর থাকলেন শামি (৫৬ ম্যাচ), ইরফান (৫৯ ম্যাচ), জাহির খান (৬৫), অজিত আগরকর (৬৭ ম্যাচ), জাভাগল শ্রীনাথ (৬৮ ম্যাচ)। শামি যে ভাবে বল করছেন, তাতে বিশ্বকাপের স্কোয়াডে তাঁর জায়গা নিশ্চিত দেখাচ্ছে।

আরও পড়ুন: কোচ বিতর্ক ভুলে সিরিজ জিততে মরিয়া মিতালি​


(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)


Something isn't right! Please refresh.

Advertisement