Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports

পূজারা-রাহানের সেঞ্চুরি, ফের বড় রানের পথে ভারত

পূজারাকে সঙ্গে নিয়ে ভারতীয় ব্যাটিং‌য়ের হাল ধরেন লোকেশ রাহুল। প্রথম টেস্টে বাধ্য হয়ে বাইরে বসতে হয়েছিল। কিন্তু ফিরেই ভরসা দিলেন দলকে। ৮২ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলের ব্যাটিংকে মজবুত করলেন।

ভারতের দুই সেঞ্চুরিম্যান অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। ছবি: রয়টার্স।

ভারতের দুই সেঞ্চুরিম্যান অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। ছবি: রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ১৭:৪৬
Share: Save:

ভারত ৩৪৪/৩ (৯০ ওভার)

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের প্রথম দিনও বড় রানের ইঙ্গিত দিয়েই থামল ভারতীয় ইনিংস। দিনের শেষে ভারত ৩৪৪প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের প্রথম দিনও বড় রানের ইঙ্গিত দিয়েই থামল ভারতীয় ইনিংস। দিনের শেষে ভারত ৩৪৪/৩।

আরও খবর: ফাটকা খেলতেই হবে শ্রীলঙ্কাকে

প্রথম টেস্টে খেলতে না পারলেও জ্বর সারিয়ে দ্বিতীয় টেস্টে ফিরেছেন দলের বিশ্বস্ত ওপেনার লোকেশ রাহুল। যা নিয়ে ছিল বিস্তর জল্পনা। কিন্তু ম্যাচের আগের দিন সব জল্পনার অবসান ঘটিয়ে অধিনায়ক বিরাট কোহালি জানিয়ে দেন প্রথম এগারোয় ফিরছেন লোকেশ রাহুল। ম্যাচ শুরুর আগেই বোঝা যায় লোকেশকে দলে জায়গা দিতে বাইরে বসতে হয়েছে আর এক ওপেনার অভিনব মুকুন্দকে। পিচ প্রথম দু’দিন ব্যাটিং সহায়ক হওয়ায় টস জিতে স্বভাবতই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহালি। কিন্তু লোকেশের সঙ্গে ব্যাট করতে নেমে প্রত্যাবর্তনেই দুরুন্ত ইনিংস খেলা শিখর ধবন এ দিন ব্যর্থ। দিনের শুরুতেই ৩৭ বলে মাত্র ৩৫ রান করে প্যাভেলিয়নে ফেরেন ধবন।

অজিঙ্ক রাহানের আউট চেয়ে রিভিউয়ের আবেদন শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চান্দিমালের।যদিও তা গ্রাহ্য হয়নি। ছবি: এএফপি।

এর পর পূজারাকে সঙ্গে নিয়ে ভারতীয় ব্যাটিং‌য়ের হাল ধরেন লোকেশ রাহুল। প্রথম টেস্টে বাধ্য হয়ে বাইরে বসতে হয়েছিল। কিন্তু ফিরেই ভরসা দিলেন দলকে। ৮২ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলের ব্যাটিংকে মজবুত করলেন। আউট হলেন তাড়াহুড়ো করতে গিয়ে। লোকেশ রান আউট হয়ে ফেরার পর ভরসা দিতে নেমেছিলেন প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা বিরাট কোহালি। কিন্ত তিনি ব্যর্থ। ১৩ রান করে হেরাথের বলে ম্যাথুকে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের তালিকাটা নেহাৎই কম নয়। পূজারার সঙ্গে এ বার চমক দিতে নামেন অজিঙ্ক রাহানে। যার ফল দ্বিতীয় টেস্টের প্রথম দিনই জোড়া সেঞ্চুরি করেও ক্রিজে বহাল পূজারা-রাহানে।

আরও খবর: ‘বস’এর সঙ্গে অনুশীলনে বিরাট

২২৫ বলে পূজারার ১২৮ রানের ইনিংস সাজানো ছিল ১০টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে। অন্যদিকে সমানে সমানে লড়লেন রাহানেও। ১৬৮ বলে তাঁর ১০৩ রানের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি। দ্বিতীয় দিন সেঞ্চুরি সঙ্গে নিয়েই নামবেন দুই ব্যাটসম্যান। দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যর্থ শ্রীলঙ্কার বোলিং। একটি করে উইকেট নিলেন হেরাথ ও পেরেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE