মঙ্গলবারই আন্তর্জাতিক হকি ফেডারেশন ঘোষণা করে দিল ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের সূচি। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। বিশ্ব হকিতে যে ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকে সবাই। সেই ম্যাচ দিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু করছে দুই দল।
সূচি অনুযায়ী এশিয়ান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে পুল ‘বি’তে রয়েছে ইংল্যান্ড, মালয়েশিয়া ও ওয়েলস। পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে পুল ‘এ’তে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও স্কটল্যান্ড। ভারত প্রথম খেলবে ৭ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে ভারত মুখোমুখি হবে ৮ এপ্রিল। মালয়েশিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা ১০ ও ১১ এপ্রিল।
আরও পড়ুন