Advertisement
২৬ এপ্রিল ২০২৪

যে কারণগুলির জন্য ইডেনে রাজস্থানকে উড়িয়ে দিল নাইট রাইডার্স

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার রাতে ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। প্রাথমিক ধাক্কা কাটিয়ে সেখানে অসাধারণ জয় পেয়ে প্লে অফের আশা বাড়িয়েছে কার্তিক ব্রিগেড। দেখে নেওয়া যাক ঠিক কোন জায়গাগুলিতে রাজস্থানকে মাত দিল কলকাতা। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মে ২০১৮ ১১:৫৯
Share: Save:
০১ ০৮
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার রাতে ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। প্রাথমিক ধাক্কা কাটিয়ে সেখানে অসাধারণ জয় পেয়ে প্লে অফের আশা বাড়িয়েছে কার্তিক ব্রিগেড। দেখে নেওয়া যাক ঠিক কোন জায়গাগুলিতে রাজস্থানকে মাত দিল কলকাতা। ছবি: পিটিআই।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার রাতে ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। প্রাথমিক ধাক্কা কাটিয়ে সেখানে অসাধারণ জয় পেয়ে প্লে অফের আশা বাড়িয়েছে কার্তিক ব্রিগেড। দেখে নেওয়া যাক ঠিক কোন জায়গাগুলিতে রাজস্থানকে মাত দিল কলকাতা। ছবি: পিটিআই।

০২ ০৮
রান তাড়া করতে নেমে নারাইনের ৭ বলে ২১ কলকাতাকে স্বস্তি এনে দেয়। এর ফলে আস্কিং রান রেট কখনওই ৬-এর উপরে সে ভাবে ওঠেনি। ছবি: এএফপি।

রান তাড়া করতে নেমে নারাইনের ৭ বলে ২১ কলকাতাকে স্বস্তি এনে দেয়। এর ফলে আস্কিং রান রেট কখনওই ৬-এর উপরে সে ভাবে ওঠেনি। ছবি: এএফপি।

০৩ ০৮
পরপর দুই উইকেট পড়লেও মাথা ঠান্ডা রেখে খেলেন ক্রিস লিন। তাঁর ৪২ বলে ৪৫ রানের পরিণত ইনিংস নাইটদের জিততে সাহায্য করে। ছবি: এএফপি।

পরপর দুই উইকেট পড়লেও মাথা ঠান্ডা রেখে খেলেন ক্রিস লিন। তাঁর ৪২ বলে ৪৫ রানের পরিণত ইনিংস নাইটদের জিততে সাহায্য করে। ছবি: এএফপি।

০৪ ০৮
একেবারে অধিনায়কোচিত ইনিংস খেলেন দীনেশ কার্তিক। ৩১ বলে অপরাজিত ৪১ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। লিনের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৮ রানের পার্টনারশিপ করেন দিনেশ। ছবি: পিটিআই।

একেবারে অধিনায়কোচিত ইনিংস খেলেন দীনেশ কার্তিক। ৩১ বলে অপরাজিত ৪১ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। লিনের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৮ রানের পার্টনারশিপ করেন দিনেশ। ছবি: পিটিআই।

০৫ ০৮
আইপিএলে নিজের সেরা বোলিংটা এ দিন করলেন কুলদীপ যাদব। চার ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। প্রায় একার হাতে শেষ করে দেন রাজস্থানকে। ম্যাচের সেরাও হন তিনিই। ছবি: পিটিআই।

আইপিএলে নিজের সেরা বোলিংটা এ দিন করলেন কুলদীপ যাদব। চার ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। প্রায় একার হাতে শেষ করে দেন রাজস্থানকে। ম্যাচের সেরাও হন তিনিই। ছবি: পিটিআই।

০৬ ০৮
কুলদীপকে যোগ্য সাহায্য করেন আন্দ্রে রাসেল। রাহুল ত্রিপাঠিকে আউট করে প্রথম ঝটকা দেন তিনিই। ৩ ওভারে ১৩ রানে দুই উইকেট নেন রাসেল। ভাল বল করেন নারাইনও। ছবি: এএফপি।

কুলদীপকে যোগ্য সাহায্য করেন আন্দ্রে রাসেল। রাহুল ত্রিপাঠিকে আউট করে প্রথম ঝটকা দেন তিনিই। ৩ ওভারে ১৩ রানে দুই উইকেট নেন রাসেল। ভাল বল করেন নারাইনও। ছবি: এএফপি।

০৭ ০৮
তিন নম্বরে রাহানেকে নামানোটা একেবারেই ভুল সিদ্ধান্ত হয়েছে রাজস্থানের। যে গতিতে রান উঠছিল, রাহানে আসায় তা অনেকটাই কমে যায়। ১২ বলে ১১ রানের ইনিংস খেলেন রাজস্থান ক্যাপ্টেন। ছবি: এএফপি।

তিন নম্বরে রাহানেকে নামানোটা একেবারেই ভুল সিদ্ধান্ত হয়েছে রাজস্থানের। যে গতিতে রান উঠছিল, রাহানে আসায় তা অনেকটাই কমে যায়। ১২ বলে ১১ রানের ইনিংস খেলেন রাজস্থান ক্যাপ্টেন। ছবি: এএফপি।

০৮ ০৮
রাজস্থানকে পিছিয়ে দেয় খারাপ শট সিলেকশনও। অকারণ রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন ভয়ঙ্কর জস বাটলার। এর পরেই একই ভাবে আউট হন রাহানেও। ছবি: এএফপি।

রাজস্থানকে পিছিয়ে দেয় খারাপ শট সিলেকশনও। অকারণ রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন ভয়ঙ্কর জস বাটলার। এর পরেই একই ভাবে আউট হন রাহানেও। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE