কেকেআরকে সাপোর্ট করার গল্পটা আমার কাছে সিনেমার মতো। মানে, সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ছাড়লেন আমি একবছর আইপিএল দেখিইনি। সৌরভ ছাড়া কলকাতার টিম হতে পারে, এটা আমি বিশ্বাসই করি না। তারপর যে মুহূর্তে দাদা পুণে ওয়ারিয়র্সে ঢুকলেন, সে বছর আমি আবার পুণেকে সাপোর্ট করলাম। এখন যদি সৌরভ কমেন্ট্রি দেন, আমি কমেন্ট্রিকে সাপোর্ট করব। মানে এই লেভেলে ব্যাপারটা। বুঝতে পারছেন?
আরও পড়ুন, টলিউডে আইপিএল ফিভার
কিন্তু কলকাতা সবসময় আমার কাছে ইমোশনাল একটা ব্যপার। গুজরাট লায়নস্-এর সঙ্গে প্রথম দিনের খেলায় যা মার মেরেছে…। গৌতম গম্ভীর এত ভাল খেলেছে, দারুণ লেগেছে। আমার তো মনে হয় ক্রিস লিনের থেকেও গম্ভীর টেকনিক্যালি ভাল খেলেছে।