এমএস ধোনির সঙ্গে একই দলে খেলার লাভটা কী?
এ বার আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস বলছেন, ‘‘ও মাথাটা এত ঠান্ডা রাখে কী করে, সেটা শিখতে পারাটাই সবচেয়ে বড় লাভ। সত্যিই এমএসের মাথা ঠান্ডা রাখার কৌশলটা যদি শিখে নিতে পারি, তা হলে ক্রিকেট কেরিয়ারে এর চেয়ে বড় লাভ আর কী হতে পারে?’’
সাড়ে চোদ্দো কোটি টাকা দিয়ে রাইজিং পুণে সুপারজায়ান্ট এ বার স্টোকসকে নিয়েছে। দলের ক্যাপ্টেন স্টিভ স্মিথ ক্রিকেটের মনস্তাত্ত্বিক যুদ্ধে পারদর্শী। সেটা তিনি সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজেও দেখিয়ে দিয়েছেন। তবু ধোনিই তাঁকে বেশি মুগ্ধ করেছেন বলে আইপিএলের ওয়েবসাইটে ফাঁস করেছেন স্টোকস। বলেছেন, ‘‘আধুনিক ক্রিকেটে এত আগ্রাসন, এত তীব্রতার মধ্যেও কী করে নিজেকে এত ঠান্ডা রাখা যায়, এটাই শিখতে চাই ধোনির কাছে।’’