সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে এলিমিনেটরের ম্যাচে আমরা আমাদের সেরা বোলিং আর ফিল্ডিং করলাম। একেবারে ঠিক সময় সেরাটা বার করে আনা যাকে বলে। সানরাইজার্স কখনও ম্যাচটা ধরতেই পারেনি। একটার পর একটা ওভার চলে গিয়েছে আর বাউন্ডারি মারতে না পেরে ওরা চাপে পড়ে গিয়েছে।
ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা পুরোপুরি খেটে গিয়েছে। তবে মনে রাখতে হবে, শুধু পরিকল্পনা করলেই হয় না, সেটা মাঠে নেমে কাজে লাগাতেও হয়। আইপিএলের সব টিমই যখন মাঠে নামে, স্ট্র্যাটেজি কষেই নামে। আর এটা সবার কাছেই প্রত্যাশিত, কারণ সব দলেই বিশ্বসেরা ক্রিকেটার আছে। আসল ব্যাপারটা হল, পরিকল্পনাটা মাঠে নেমে কাজে লাগানো।
হায়দরাবাদের প্রত্যেক ব্যাটসম্যানকে নিয়ে আমরা আলাদা আলাদা প্ল্যান করেছিলাম। ২০ ওভারে আমাদের বোলাররা একবারও নির্দিষ্ট পরিকল্পনার বাইরে গিয়ে বল করেনি। দুর্দান্ত পারফরম্যান্স। এর পরে যদি বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যেত, তা হলে ওদের চেয়ে হতাশ আর কেউ হতো না। একটা সময় তো মনে হচ্ছিল, ম্যাচটা বুঝি গেল। কেকেআর ম্যানেজমেন্টেও উদ্বেগের মুহূর্ত তৈরি হয়েছিল। আমাদের বোলাররা যা বল করেছিল, তার পর অবশ্যই আমাদের একটা সুযোগ প্রাপ্য ছিল ম্যাচটা জেতার।