যুবরাজ সিংহ রানে ফিরলেন। কিন্তু তা সত্ত্বেও জিততে পারল না সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে সানরাইজার্স ১৮৫-৩ করার পরে পাঁচ বল বাকি থাকতে সেই রান তুলে দেয় দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লির হয়ে রান পেলেন কোরি অ্যান্ডারসন (২৪ বলে অপরাজিত ৪১)।
যে ম্যাচে হারের পরেও অবশ্য লিগ টেবলে তিন নম্বরে থেকে গেল সানরাইজার্স। ১১ ম্যাচে ডেভিড ওয়ার্নারদের সংগ্রহ ১৩ পয়েন্ট। দু’নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স, ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে।
দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে ম্যাচে প্রথম দিকে চাপে ছিল সানরাইজার্স। ওয়ার্নার (৩০) এবং শিখর ধবন (২৮), দুই ওপেনার বড় রান পাননি। তিন নম্বরে নামা কেন্ উইলিয়ামসনও ফিরে যান ২৪ রান করে। সেখান থেকে ম্যাচটা ধরেন যুবরাজ। ৪১ বলে ৭০ রানে অপরাজিত থেকে যান তিনি।