অভিষেক টেস্টেই দলকে জিতিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ছ’উইকেট নিয়েছেন। ম্যান অব দ্য ম্যাচও তিনি। আর এত সব সোনার মুহূর্তের মধ্যে থেকে বিশেষ একটি মুহূর্ত বেছে নিতে বললে লুঙ্গি এনগিডি বেছে নিচ্ছেন বিরাট কোহালির উইকেট।
বুধবার ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে এনগিডি বলেন, ‘‘বিরাট কোহালিকে আউট করার মুহূর্তটা ভুলতে পারব না। আমি কোহালিকে নিয়ে অনেক ভেবেছিলাম। আমার মনে হয় ওর জন্য আমি একটা গেমপ্ল্যানও তৈরি করতে পেরেছিলাম। তাই শেষ পর্যন্ত কোহালির উইকেট নেওয়াটা আমার কাছে একটা বিশেষ তৃপ্তির মুহূর্ত।’’
নিজের ঘরের মাঠে দলকে টেস্ট জিতিয়েছেন। গোটা মাঠ উঠে দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। যে প্রসঙ্গে এনগিডি বলছেন, ‘‘এই অনুভূতিটা বলে বোঝানো কঠিন। আসলে আমি এ রকম পরিস্থিতিতে আগে তো পড়িনি। একটু সময় লেগেছে পুরো ব্যাপারটা বুঝতে। আর তাই যখনই ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছি, গায়ে কাঁটা দিয়ে উঠেছে। এটা অত্যন্ত সম্মানের যে আমার পরিশ্রমের মর্যাদা দিয়েছে মানুষ।’’