Advertisement
২০ এপ্রিল ২০২৪
চোট সারিয়ে তিন মাস পরে মাঠে নেমার

লিগ জয়ের রাতে এমবাপের ঘোষণা, ছাড়ছি না ক্লাব

প্রথম জন চোট সারিয়ে তিন মাস পরে নামলেন মাঠে। দ্বিতীয় জন উপহার দিলেন অসাধারণ হ্যাটট্রিক। রবিবার নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র এবং কিলিয়ান এমবাপের হাত ধরে ষষ্ঠবারের জন্য লিগ জিতল প্যারিস সাঁ জারমাঁ।

লিগ জয়ের উৎসবে যোগ দিলেন নেমারও। এপি

লিগ জয়ের উৎসবে যোগ দিলেন নেমারও। এপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ০৩:১৩
Share: Save:

প্রথম জন চোট সারিয়ে তিন মাস পরে নামলেন মাঠে। দ্বিতীয় জন উপহার দিলেন অসাধারণ হ্যাটট্রিক। রবিবার নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র এবং কিলিয়ান এমবাপের হাত ধরে ষষ্ঠবারের জন্য লিগ জিতল প্যারিস সাঁ জারমাঁ।

রবিবার মোনাকোর বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে পিএসজি। তবে ভক্তদের যাবতীয় আকর্ষণ ছিল দুই তারকার দিকে। বিরতির পরে পরিবর্ত হিসেবে নামেন নেমার। তারই মধ্যে দু’গোল (১৫ এবং ৩৮ মিনিট) করে ফেলেন চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপে। তাঁর হ্যাটট্রিকের গোল আসে ম্যাচের ৫৫ মিনিটে। স্প্যানিশ মিডিয়ার খবর, মরসুম শেষ হলেই ২০ বছরের ফরাসি তারকা পাড়ি দিতে পারেন রিয়াল মাদ্রিদে। তাঁকে পাওয়ার জন্য মরিয়া রিয়াল ম্যানেজার জ়িনেদিন জ়িদান।

তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন এমবাপে। ম্যাচের পরে তিনি বলেছেন, ‘‘আমার তো ক্লাব ছাড়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। আমি পিএসজিতেই থাকব।’’ সেখানে না থেমে তিনি আরও বলেছেন, ‘‘এই ক্লাবের সঙ্গে আমার চুক্তি এখনও শেষ হয়নি। জ়িদান আবার রিয়াল মাদ্রিদে ফিরে এসেছেন, সেই খবরে আমিও খুশি। আমি ওঁর ভক্ত। তাই মন দিয়ে রিয়াল মাদ্রিদের ম্যাচগুলো দেখব। কিন্তু ক্লাব ছাড়ার প্রশ্নই ওঠে না। এই ক্লাবেই আমি আনন্দে রয়েছি। ক্লাবকে আরও অনেক ট্রফি উপহার দিতে চাই। অন্য কিছু নিয়ে ভাবছিই না। ’’

গত সপ্তাহে নোত্র দাম গির্জা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়ে যায়। রবিবার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পিএসজি ফুটবলাররা বিশেষ জার্সি পরে নেমেছিলেন। সামনের দিকে আঁকা ছিল নোত্র দাম গির্জার ছবি। পিছনে ফুটবলারদের নামের পরিবর্তে লেখা ছিল ‘নোত্র দাম’। তিন মাস পরে মাঠে ফির গোল না পেলেও হতাশ নন নেমার। ম্যাচের পরে ব্রাজিলীয় তারকা বলেছেন, ‘‘আমি যে আবার সুস্থ হয়ে মাঠে ফিরতে পেরেছি, তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। দলের সাফল্যেই আমি খুশি। আবার নতুন ভাবে সমস্ত কিছু শুরু করতে চাই।’’

তবে লিগ জেতার রাতেই আবার ফিরে এল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের প্রসঙ্গ। তা নিয়ে সাংবাদিক সম্মেলনে পিএসজি ম্যানেজার থোমাস তুহেল বলেছেন, ‘‘সমর্থকদের কাছে আমার অনুরোধ, এই ব্যপারে আরও একটু ধৈর্য ধরতে হবে। এই মরসুমের বিপর্যয়কে বেশি গুরুত্ব দিলে আমরা কিন্তু পিছিয়ে পড়ব।’’ তিনি আরও বলেছেন, ‘‘জুভেন্তাসের মতো দলকেও ধাক্কা খেতে হয়েছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে ভাল কিছু করতে হলে আমাদের আরও ভাল ফুটবল খেলতে হবে। আশা করি, এই সাফল্য ফুটবলারদের মানসিকতায় পরিবর্তন আনবে।’’ লিগ জয় নিয়ে তুহেল বলেছেন, ‘‘সার্বিক ভাবে দলের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। আশা করছি, আগামী মরসুমে দল আরও সুন্দর ফুটবল খেলবে।’’

যদিও চ্যাম্পিয়ন্স লিগে হারের ক্ষত এমবাপের মনে এখনও তাজা। তিনি বলেছেন, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হারের শোক আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি।’’ চলতি মরসুমে ক্লাবের হয়ে ৩০ গোল করে ফেলা ফরাসি তারকা বলেছেন, ‘‘এটাই জীবন। বিদায়ের সেই যন্ত্রণাকে নিয়েই আমাদের নতুন ভাবে এগিয়ে চলার শপথ নিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE